বাংলা সিরিয়াল

যতই সিড- মিঠাই থাকুক সূর্য-দীপার ধারে কাছে নেই কেউ! প্রথম সেই অনুরাগের ছোঁয়া! বিরাট ব্যবধানে গোল দিল জগদ্ধাত্রীকে, পঞ্চমী আউট প্রথম পাঁচের খেলা থেকে! বাড়লো মিঠাইয়ের রেটিং, কোথায় বালিঝড়, মেয়ে বেলা?

প্রত্যেক বৃহস্পতিবার আসলেই প্রত্যেক চ্যানেলের লোকজন তাকিয়ে থাকেন টিআরপি লিস্টের দিকে। শুধু তারা নয়, ব্যবসায়িক স্বার্থ তো আলাদা। টিআরপি তালিকার জন্য অপেক্ষা করেন বাংলার সাধারণ মানুষও। আর এই রেটিং নিয়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই। কোন ধারাবাহিক এগিয়ে গেলো আর কোনটা পিছিয়ে সেটা নিয়েই চলতে থাকে ধুন্ধুমার কান্ড।

তবে একথা ঠিক যে বছর শুরু হওয়ার পর থেকে এই বিষয়ে বেশ এগিয়ে রয়েছেন অনুরাগের ছোঁয়ার অনুরাগীরা। প্রতি সপ্তাহের নতুন টুইস্ট ধারাবাহিক দেখতে বাধ্য করছে মানুষকে। যদিও গত সপ্তাহ আর সেই সপ্তাহে তেমন আমূল পরিবর্তন কিছুই ঘটেনি। তবে প্রথম পাঁচে এসেও আউট হয়ে গিয়েছে পঞ্চমী। অন্যদিকে আবার বেশ খানকটা বেড়েছে মিঠাইয়ের রেটিং। এতে বেশ খুশিই হয়েছেন মিঠি ভক্তরা।

থাক আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের পাঁচটি সেরা ধারাবাহিক কোনগুলি –
১ম – অনুরাগের ছোঁয়া (৯.০)
২য় – জগদ্ধাত্রী (৮.৩)
৩য় – নিম ফুলের মধু (৭.৮)
৪র্থ – গৌরী এলো (৭.৭)
৫ম – খেলনা বাড়ি (৭.৫)
ট্রেন্ডিং –
মিঠাই – ৬.১

বাকি ধারাবাহিক গুলির রেটিং হলো –
গুড্ডি (৩.২) | দিদি No.1 S9 (২.৮)
🕕 : বালিঝড় (৩.২) | মিঠাই (৬.১)
🕡 : কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৪.৭) | খেলনা বাড়ি (৭.৫)
🕖 : গাঁটছড়া (৫.৯) | জগদ্ধাত্রী (৮.৩)
🕢 : মেয়েবেলা (৬.৪) | গৌরী এলো (৭.৭)
🕗 : বাংলা মিডিয়াম (৬.২) | নিম ফুলের মধু (৭.৮)
🕣 : পঞ্চমী (৬.৭) | রাঙা বউ (৬.৬)
🕘 : এক্কা দোক্কা (৫.৬) | সোহাগ জল (৫.২)
🕤 : অনুরাগের ছোঁয়া (৯.০) | তোমার খোলা হাওয়া (৩.৭)
🕙 : হরগৌরী পাইস হোটেল (৬.১) | ইচ্ছে পুতুল (৪.২)
🕥 : গোধূলি আলাপ (৩.৫) | মন দিতে চাই (৩.৬)
🕚 : রাধাকৃষ্ণ (১.৪) | শ্রীকৃষ্ণ লীলা (২.৪)

এছাড়াও রয়েছে বেশ কিছু নন ফিকশন শো। তাহলে চলুন দেখে নেওয়া যাক তাদের টিআরপি রেটিং –
ঘরে ঘরে জি বাংলা (১.৩)
ড্যান্স বাংলা ড্যান্স (৫.৭)
দিদি No.1 [সানডে ধামাকা] (৬.৩)
Super Singer S4 (৩.৮)

Back to top button

Ad Blocker Detected!

Refresh