বাংলা সিরিয়াল

আবারো বঙ্গ সেরা অনুরাগের ছোঁয়া! এদিকে রাঙ্গা বউকে সরিয়ে প্রথম পাঁচে উঠে এলো পঞ্চমী! মেয়েবেলা, মিঠাই কোথায়?

বর্তমানে বাংলার ঘরে ঘরে অন্যতম জনপ্রিয় একটি বিনোদন মাধ্যম হলো বাংলা ধারাবাহিক। বিনোদনের একটি উৎস হওয়ার দরুন কোন ধারাবাহিকের জনপ্রিয়তা কতটা সেটিও একটি চিন্তার বিষয়। প্রত্যেক সপ্তাহের টিআরপি রেটিং দিয়ে মানুষ বুঝতে পারেন যে তাদের পছন্দের ধারাবাহিক ঠিক কোন জায়গায় রয়েছে। আবার ব্যবসায়িক স্বার্থের কারণেও টিআরপি ব্যবহৃত হয়। বিশেষত বাংলা ধারাবাহিকের দুটি লিডিং চ্যানেল স্টার জলসা এবং জি বাংলার মধ্যে প্রত্যেক সপ্তাহে টক্কর চলতে থাকে। শুধু তাই নয় এই টিআরপি রেটিং এর টক্কর চ্যানেল কিংবা ধারাবাহিকের মধ্যেই সীমাবদ্ধ নয়। তাঁদের সাথে সাথে টক্কর চলে ধারাবাহিকের দর্শকদের মধ্যেও।

তবে বছর শুরু হবার পর থেকেই প্রায় প্রত্যেক সপ্তাহের মতোই এই সপ্তাহতেও বঙ্গ সেরার শিরোপা পেয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। ‘জগদ্ধাত্রী’, ‘খেলনা বাড়ি’, ‘গৌরী এলো’ এবং ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের টিআরপি রেটিং কিছুটা কমলেও যে যার স্থানে রয়েছে। কিন্তু আবার ‘রাঙা বউ’কে ধারাবাহিককে সরিয়ে দিয়ে প্রথম পাঁচে উঠে এসেছে স্টার জলসার ‘পঞ্চমী’। আবার টিআরপি কম থাকলেও দর্শকমহলের জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’য়ের রেটিং একটু বেড়েছে। সব মিলিয়ে বিশাল কিছু পরিবর্তন এবারে দেখা যায়নি।

চলুন তবে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের সেরা ৫‌ টি ধারাবাহিক কোনগুলি –
১ম – অনুরাগে ছোঁয়া ৮.৫
২য় – জগদ্ধাত্রী ৭.৯
৩য় – খেলনা বাড়ি ৭.৩
৪র্থ – গৌরী এলো / নিম ফুলের মধু ৭.১
৫ম – পঞ্চমী ৬.৬

এছাড়াও বিশেষ উল্লেখযোগ্য হল –
কমলা ও শ্রীমান – ৪.৮
বালিঝড় – ৩.৪
মিঠাই – ৫.৯

এবার চলুন অন্যান্য ধারাবাহিকগুলোর টিআরপি রেটিং দেখে নেওয়া যাক,
গুড্ডি (৩.২),দিদি No.1 S9 (২.৭)
বালিঝড় (৩.৪), মিঠাই (৫.৯)
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ [Opening] (৪.৮), খেলনা বাড়ি (৭.৩)
গাঁটছড়া (৫.৯), জগদ্ধাত্রী (৭.৯)
মেয়েবেলা (৬.৩), গৌরী এলো (৭.১)
বাংলা মিডিয়াম (৬.৩), নিম ফুলের মধু (৭.১)
পঞ্চমী (৬.৬), রাঙা বউ (৬.৫)
এক্কা দোক্কা (৫.৬), সোহাগ জল (৫.৭)
অনুরাগের ছোঁয়া (৮.৫), তোমার খোলা হাওয়া (৪.১)
হরগৌরী পাইস হোটেল (৫.৫), ইচ্ছে পুতুল (৪.০)
গোধূলি আলাপ (৩.২), মন দিতে চাই (৩.৪)
রাধাকৃষ্ণ (১.৫), শ্রীকৃষ্ণ লীলা (২.৩)

আপনারা নিজেরাও হয়তো এই কথা মানবেন যে, প্রত্যেক দিন ধারাবাহিকে আমরা গল্প দেখতে পাই। সেখান থেকে একঘেয়েমি কিছুটা কাটাতে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবার এবং সপ্তাহের শেষ দিন অর্থাৎ শনিবারে বিশেষভাবে আয়োজিত হয় বেশ কিছু নন ফিকশন শোয়ের। স্টার জলসা এবং জি বাংলায় বেশ কিছু নন ফিকশন শো আছে যার বিপুল চাহিদা রয়েছে দর্শক মহলে। এবার চলুন দেখে নেওয়া যাক সেই নন ফিকশন শোগুলির টিআরপি রেটিং –
ঘরে ঘরে জি বাংলা (১.৪)
ড্যান্স বাংলা ড্যান্স (৬.৩)
দিদি No.1 [সানডে ধামাকা] (৬.৮)
Super Singer S4 (৩.৫)

Back to top button

Ad Blocker Detected!

Refresh