বাংলা সিরিয়াল

‘স্রোতের সাথে টাইম পাস করেছি’ স্রোতের পরিবারকে অপমান করে তাড়িয়ে দিল ঝোরা!‘ এবার স্রোত সমুদ্র সেনকে হারাতেই রাজনীতিতে যোগদান করবে! অন্যদিকে বাপিকে জেতাতে ঝোরাও স্রোতের বিপক্ষ হয়ে যাবে’! গল্পে টুইস্ট দেখতে পাচ্ছেন দর্শক!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বালিঝড়’। এই ধারাবাহিকে দেখা যায় যে, কৌশিক রায়, ইন্দ্রাশিস রায় ও তৃণা সাহা মুখ্য চরিত্রে অভিনয় করছেন। ধারাবাহিকের গল্প অনুযায়ী ঝোরা স্রোত কে ভালোবাসে এবং সে স্রোতকে বিয়ে করতে চায় কিন্তু তার বাপি সমুদ্রসেন ঝোরার সাথে মহার্ঘ্যর বিয়ে ঠিক করে। ঝোরা প্রথমে কান্নায় ভেঙে পড়ে, স্রোত তাকে ভুল বোঝে বলে সে স্রোত কে বারংবার বোঝাতে চেষ্টা করে যে, সে এই বিষয়ে বিন্দু বিসর্গ কিছুই জানতো না। কিন্তু পরবর্তীতে ঝোরাকে সমুদ্র সেন ভয় দেখায় যে, ঝোরা যদি পালিয়ে গিয়ে বিয়ে করে তাহলে যে বাড়ি গিয়ে উঠবে সেই বাড়িটাই ধ্বংস করে দেবে সমুদ্র সেন।

এই ভয়ের কাছে মাথা নত করে ফেলে ঝোরাও। স্রোতের বাড়ির লোকজন যখন ঝোরার মত জানতে সমুদ্র সেনের বাড়ি আসে তখন সবার সামনে ঝোলা বলে, সে স্রোতের সাথে শুধু টাইম পাস করে ছিলো- একই সাথে স্রোতের পরিবারের লোককে অপমান করেছে তাড়িয়ে দেয় সে।

ধারাবাহিকের এইরকম ভাবে ভোল বদল দেখে দর্শকরা আশা করছেন যে, গল্পে এইবার একটি নতুন টুইস্ট আসবে। স্রোত যখন জানতে পারবে যে এই কথা ঝোরা বলেছে তখন সে প্রতিশোধের আগুনে জ্বলে উঠবে আর হয়তো এই বার সে প্রতিপক্ষ দলের রাজনীতিতে যোগ দেবে সমুদ্র সেনকে হারানোর জন্য।

অন্যদিকে মহার্ঘ্য হয়ে উঠবে সমুদ্র সেনের সহায়, একই সাথে বাপি মাকে বাঁচাতে ঝোরা হয়ে উঠবে স্রোতের প্রধান প্রতিপক্ষ! এভাবেই গল্পে বদল হবে বলে মনে করছেন দর্শকরা। মোটকথা দর্শকরা আশাবাদী যেভাবে স্রোতের সাথে নিজের ভালোবাসাকে অস্বীকার করেছে ঝোরা,তাতে মহার্ঘ্যর সাথেই তার বিয়ে হবে।

 

View this post on Instagram

 

A post shared by mithai prem (@mithailoves)

Back to top button

Ad Blocker Detected!

Refresh