‘নায়কই ভিলেন আর নায়িকা বেইমান’! ধুলোকণার এন্ডিংকে ডিজাস্টার এন্ডিং বলছেন দর্শক! এই প্রথম নায়ক নায়িকার খুশি দেখে খুশি হতে পারেননি দর্শক!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ধুলোকণা’। এই ধারাবাহিক ৫০০ রও বেশি পর্ব অতিক্রম করে শেষ হলো। কী দেখানো হলো এই ধারাবাহিকের অন্তিম পর্বে? এই ধারাবাহিকের অন্তিম পর্বে দেখানো হল লালন ও ফুলঝুরি এখন মুম্বাইতে থাকে তারা বড় গায়িকা হয়েছে, অন্যদিকে লালন ও ফুলঝুরিকে মডার্ন লুক দেওয়া হয়েছে।
মিনির বিয়ে হয়ে গেছে আর কমলিনী প্রেগন্যান্ট অন্যদিকে লালন ফুলঝুরি জন্যই ডলির বর তাকে ফিরিয়ে নিয়েছে, লালন ফুলঝুরি অঙ্কুরকে ঈশ্বরের আসনে বসিয়ে দিয়েছে। এইখানে অধিকাংশ দর্শক ধুলোকণার এন্ডিং টা মানতে পারেননি। তাদের বক্তব্য শেষ দিকে যখন অঙ্কুরের সাথে মিল দেখাবেনই না, তাহলে কেন শুধু শুধু অঙ্কুর কে আনা হলো? অঙ্কুর কে অত্যাধিক পরিমাণে ভালোই বা কেন দেখানো হলো?
অন্যদিকে শেষ দিকে লালনের স্মৃতি যাওয়া এবং স্মৃতি ফিরে আসা পুরো বিষয়টাই লেখিকার ঠিকমতো দেখাতে পারেন নি, যে কারণে দর্শকদের সেটা মনোমতো হয় নি। এই প্রথম কোন ধারাবাহিকের ক্ষেত্রে এমন টা দেখা গেলো যে, শেষে নায়ক নায়িকার মিল হচ্ছে কিন্তু দর্শক খুশি নয়। দর্শকের মতে লালন কে ভিলেন লাগছে আর ফুলঝুরিকে মনে হচ্ছে বেইমান।
একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,“Soooo… Happy Ending
ফুলঝুড়ির ওয়েস্টার্ন লুক দিয়ে smartness দিয়ে হাসিটা দিয়েই শেষ হল কিন্তু এটাকে DISASTER END বলে
ওই যে বলে না শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা… এখানে ওটাই হল যতই মিষ্টি মিষ্টি কথা বলে ভালো করার চেষ্টা করুক logic টা মানা গেল না
অঙ্কুর কে ঈশ্বর বলে মহান বানিয়ে side করিয়ে দিল… সত্যি ছেলেটা সুবিচার পেল না সেই আগের মতোই
আর এতো কষ্ট দিয়েও সেই লালন ক্ষমা পেল আর সুখ ও পেল…
সবাই যে যার মতো settled হয়ে গেছে..আজ বিদেশ থেকে লালন ফুলঝুড়ি ফিরল.. ওদের success এর জন্য ডলী দিকেও তার বর মেনে নিয়েছে
মানে happy ending হয়েও হলো না… অধিকাংশ দর্শক আঘাত পেল আমি তো পেলাম অন্তত 4 দিন আগে যে অন্য মেয়ের জন্য Aye Meri Zohra Jabeen গাইল আজ সেই Hero… এটা জীবনেও ভুলব না
যাক ফুল যে মারা যায়নি এই অনেক
তবে এই serial মনে থেকে যাবে সবার কারণ এটাই প্রথম সিরিয়াল যেখানে নায়ক নায়িকার মিল টাই অধিকাংশ দর্শক চায়নি
কিন্তু শেষ পর্বে একবার অঙ্কুর কে দেখালে পারতো… ও settled হয়ে গেছে দেখলে একটু ভালো লাগতো.. কি Injustice হলো এই শেষ টা
আবার যেন #TathagataMukherjee ar #Manalidey যেন ফিরে আসে খুবই মানিয়েছে দুজন কে একসাথে
#ধুলোকণা”