দুর্গার বিভিন্ন রূপে থাকছে দেবচন্দ্রিমা, সোনামণি সোলাঙ্কি! স্টার জলসার মহালয়ার প্রোমো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন দর্শক!

মহালয়া নিয়ে দর্শকদের প্রতি বছরই একটা আবেগ থাকে। দেবী দুর্গার ভূমিকায় কাকে দেখতে পাওয়া যাবে তা নিয়ে দর্শকদের মধ্যে একটা আলাদা চাহিদা থাকে। ঠিক যেমন কালার্স বাংলার ক্ষেত্রে দর্শকরা আশা করেছিলেন যে কালার্স বাংলায় ‘সোনা রোদের গান’ ধারাবাহিকে পায়েল দে আছেন। তাই পায়েল দে কেই দুর্গার ভূমিকায় দেখা যাবে। কিন্তু যখন কালার্স বাংলার মহালয়ার টিজারে দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্তকে তখন অনেকেই একটু চটে গিয়েছিলেন কারণ দর্শকরা পায়েলকে দেখতে চেয়েছিলেন। বিভিন্ন চ্যানেল গুলিতে ধারাবাহিক দেখতে দেখতে ধারাবাহিকের পছন্দের মুখগুলোকেই দর্শকরা দেখতে চান মহালয়ার ভোরে, কখনো কখনো সেই আশা দর্শকদের পূরণ হয় কখনো কখনো হয় না। তবে এইবার স্টার জলসার মহালয়ার প্রোমো দর্শকদের খুব পছন্দ হয়েছে।
টলিউডের কোন নায়িকা নয়, স্টার জলসার মহালয়ার প্রোমো তে দেখা যাচ্ছে যে ছোট পর্দার জনপ্রিয় চরিত্রদেরকে দেবী দুর্গার বিভিন্ন রূপে সাজিয়ে তোলা হয়েছে যা দেখে দর্শকরা মুগ্ধ হয়ে গেছেন। সাঁঝের বাতি র চারু, সাহেবের চিঠি ধারাবাহিকের চিঠি অর্থাৎ দেবচন্দ্রিমা সিংহ রায় কে দেখা যাচ্ছে পার্বতীর লুকে, অন্যদিকে মোহর, এক্কাদোক্কা ধারাবাহিকের প্রিয় অভিনেত্রী সোনামনিকে দেখা যাচ্ছে দুর্গার রূপে। অনুরাগের ছোঁয়ার দীপা কে দেখা যাচ্ছে চামুন্ডা রূপে। সবশেষে গাঁটছাড়া ধারাবাহিকের শোলাঙ্কিকে দেখা যাচ্ছে দুর্গাছায়া রূপে।
এই প্রত্যেকটা রূপ দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন,“সত্যি বলতে,প্রতি বছর ওই same চার-পাঁচজন বাংলা সিনেমার নায়িকাদের ধরে এনে মহালয়ার অনুষ্ঠান করানো দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলাম..সত্যি বলতে তাদের মধ্যে অনেককে দেবী রূপে মানায়না পর্যন্ত..তবুও সব চ্যানেলগুলো ঘুরিয়ে ফিরিয়ে ওই এক সিনেমার নায়িকাগুলোকেই প্রতিবছর নিয়ে আসে পাকরাও করে.. কিন্তু এবছরে জলসার মহালয়ার অনুষ্ঠানের trailer-টা দেখে খুবই ভালো লাগলো…তাদের চ্যানেলের নায়িকাদেরই নিয়েছে…যাদের বেশ মানিয়েছে দেবীর বিভিন্ন রূপে…”