বাংলা সিরিয়াল

শুভ্রর কাছে চোখের জলে বিচ্ছেদ চাইল জুঁই! শেষমেষ বেণী বৌদি আলাদা করেই দিল তাদের! ‘সই সই’ করে ঘরটা ভাঙলোই! মেনে নিতে পারছেন না দর্শক

বেশ কিছুদিন হলো শুরু হয়েছে জি বাংলায়(Zee Bangla) নতুন ধারাবাহিক গুলির সফর। তবে তাদের মধ্যে কিছুটা এগিয়ে সোহাগ জল(Sohag Jol)। প্রথমদিকে এই ধারাবাহিক ততটা জনপ্রিয়তা না পেলেও ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচ্ছে শ্বেতা-হানির জুটি।

কিন্তু ঠিক যখন তাদের মিল হলো হঠাৎ করেই তাদের মাঝখানে এসেছে তৃতীয় ব্যক্তি। শুভ্রর বৌদি বেণী প্রথম থেকেই তাদের সম্পর্ক মেনে নিতে পারেনি। যে কারণে বারবার তাদের মাঝখানে এসে ঢুকে পড়েছিল সে। তবে সম্প্রতি ধারাবাহিকে এসেছে বড়সড় পরিবর্তন। এবার আর বৌদি হয়ে নয়, শুভ্রর বউ হয়ে নিজের অধিকার দাবি করছে বেণী। পাশাপাশি জুঁইকে শুভ্রর জীবন থেকে পুরোপুরি সরিয়ে দিতে চাইছে সে।

ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যেতে চলেছে ডিভোর্স পেপার এনে শুভ্রকে সেখানে স্বাক্ষর করতে বাধ্য করছে বেণী। অন্যদিকে জুঁই সেই প্রস্তাব মেনে নিচ্ছে চোখের জলে। কিছুটা অনিচ্ছা সত্বেও মুক্তি চাইছে সে। এভাবেই তাদের সম্পর্ক শেষ হয়ে যাবে। ঠিক যে সময়টা তারা সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে আস্তে আস্তে এক হচ্ছিল। এইভাবে আলাদা হয়ে যাবে তাদের পথ? এটা কিছুতেই মেনে নিতে পারছেন না দর্শক।

অন্যদিকে জুঁইকে কিছুটা এক ঘরে করে দিয়েছেন দর্শক। কারণ বেণী বউ হয়ে আসার পর থেকে যেভাবে জুঁই বেশি বেশি দরদ দেখিয়ে তাকে বরণ করছে ,ঘরে তুলছে , স্বামীকে তার যত্ন নিতে বলছে তাই এই দিনটা আসতই এমনটাই মনে করছেন অনেক দর্শক।

এখন দেখার এই সমস্ত কিছু জুঁইয়ের পরিকল্পনা নাকি। আগামী দিনে বড়সড় কোন ধামাকা ঘটাতে চলেছে সে বেণী বৌদিকে ধরতে। আগামী পর্বের দিকেই চোখ রাখছেন এখন দর্শক।

 

View this post on Instagram

 

A post shared by mithai prem (@mithailoves)

Back to top button

Ad Blocker Detected!

Refresh