বাংলা সিরিয়াল

শ্রুতি দাসের প্রেমিক পরিচালক স্বর্ণেন্দুর জন্মদিনের ছবি না দেখে সবাই দেখছে শ্রুতিদাসের দেওয়া ক্যাপশনগুলো! এগুলো ক্যাপশন না এক একটা অ্যাটম বো;ম্ব!

জি বাংলার ত্রিনয়নী, স্টার জলসার দেশের মাটি ধারাবাহিক খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস। সম্প্রতি শ্রুতি দাসের প্রেমিক বাংলা টেলিভিশনের জনপ্রিয় পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার এর জন্মদিন ছিলো। সেই জন্মদিনের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ফুটে ওঠে।

একটি ছবি তে দেখা যায় শ্রুতি আর স্বর্ণেন্দু সেলফি তুলছেন। সেই ছবি তুলে তিনি ক্যাপশন দেন, “বাবি এসো, এই ফাঁকে সেল্ফি গুলো তুলে নিই…পরে আর তোমায় পাব না ছবির জন্য!” ছবিতে দেখা যায় সাদা রংয়ের একটি গেঞ্জি পড়ে আছেন স্বর্ণেন্দু আর রানী কালারের একটি শাড়ি পড়ে আছেন শ্রুতি।

আরেকটি ছবিতে দেখা যায় শ্রুতি স্বর্ণেন্দু সাথে আরো কিছু মানুষের ছবি দিয়েছেন। সেই ছবিতে আবার চমকপ্রদ ক্যাপশন ব্যবহার করেছেন শ্রুতি। ছবিতে দেখা যায় তিনি দাঁত বের করে হাসছেন আর ক্যাপশনে তিনি লিখেছেন,“ হ্যাঁ আমার টুথপেস্ট নুন আছে”

এরপর শ্রুতির মা বাবার সাথে একটি ছবি তোলেন স্বর্ণেন্দু। সেই ছবির সাথে শ্রুতির ক্যাপশন আরো অনবদ্য।
মা: এই বাবু আমার সঙ্গে আমার জামাইয়ের একটাও ছবি নেই।
স্বর্ণ: আসুন দেখি কাকিমা
মায়ের ভয়েস ওভার: আরে ধুর তোর বাবা কেন দাঁড়িয়ে পরল

এরপর শ্রুতি তার বাবার সাথে একটি ছবি তোলে সেই ছবিতে শ্রুতি ক্যাপশন দেয়,
মা: বাবাকে বলো সেলফি তুলতে
আমি: বাবা এসো ছবি তুলি
বাবা:যাই

এরপর কেক কাটানো মুহূর্তে শ্রুতি ক্যাপশন দেয়,
সোনা আমার ভাবছে সাদা ভাত আর মাটনটা কেক কেন???
(এই দিন স্বর্ণেন্দুর জন্মদিনের সাদা ভাত আর মাটনের মতো দেখতে কেক ছিলো)

এরপর আর একটা ছবিতে দেখা যায় যে শ্রুতির মা শ্রুতির ননদকে ধরে আছে।
শ্রুতি সেই ছবিতে ক্যাপশন দেয়, “মা ননদকে হাতে রাখো, সব রান্না পারি না, শিখিয়ে দেবে তবে।”

এরপর আর একটা ছবিতে দেখা যায় যে শ্রুতির মা শ্রুতিকে জড়িয়ে ধরে আছে।
এই ছবিতে শ্রুতি ক্যাপশন দেয়,“মা: স্থির হয়ে দাঁড়িয়ে থাকো।
আমি: আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী”

 

View this post on Instagram

 

A post shared by 🧿Shruti Das🧿 (@shrutidas_real)

Back to top button

Ad Blocker Detected!

Refresh