‘এন্টাসিড খেয়ে গুড্ডি যুধাজিৎ এর বিয়েটা হজম করবে অনুজ!’-শিরিনের কথা শুনে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে!
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গুড্ডি। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে, সম্পর্কের একটা জটিল রসায়ন তুলে ধরা হয়েছে। অনুজ এমন একটি ছেলে যে, নিজের পছন্দ-অপছন্দের বিষয় পরিষ্কার গলায় বলতে পারেনা এবং সে নিজেই জানে না সে আসলে কি চায়। গুড্ডি সাথে বিয়ে হওয়ার সময় সে শিরিন শিরিন করতো, এরপর শিরিনের সাথে বিয়ে হলে
সে গুড্ডি গুড্ডি করতে থাকে।
অন্যদিকে গুড্ডি যুধাজিতের সাথে নিজের বিয়েটা ভেঙে দেয় অনুজের এক্সিডেন্টের কথা শুনে। কিন্তু এরপর গুড্ডি জীবনের সব থেকে বড় আঘাতটা পায়, সে জানতে পারে যে, শিরীন সন্তান সম্ভবা এবং শিরিনের সন্তানের বাবা অনুজ। এই কথা শোনার পরে সে যুধাজিতকে বিয়ে করতে রাজি হয়, যদিও এটি একটি চুক্তি ভিত্তিক নকল বিয়ে। এই বিয়েতে গুড্ডি যুধাজিতকে তার সিঁথিতে সিদুর দান করতে দেয় না, নিজেই নিজের সিঁথিতে সিঁদুর দেয়।
যেহেতু সম্পর্কে যুধাজিৎ অনুজের জেঠতুতো দাদা তাই, বিয়ের অনুষ্ঠানটি অনুজদের বাড়ি থেকেই হয় এবং বিয়ের পর তাদের ফুলশয্যাও অনুজ এর বাড়িতেই হয়। এরপর যুধাজিৎ ও গুড্ডির বিয়ের রাতে অনুজের কিছুতেই ঘুম আসতে চায় না সে ছটফট করতে থাকে। তখন শিরিন বলে তোমার হজমের সমস্যা এনে দিলে অ্যান্টাসিড এনে দিতে পারি। এই কথা শুনে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা হাসতে শুরু করেছেন একজন পোস্ট করে লিখেছেন যে,
“শিরিন :- তুমি এখনও ঘুমাওনি??
অনুজ :- না বুকের ভেতরটা কেমন চাপ লাগছে
শিরিন :- Antacid এনে দেবো খাবে??
ভাইরে ভাই আমার হাসি থামছে না
Antacid খেয়ে গুড্ডি যুধাজিৎ এর বিয়েটা হজম করবে অনুজ”