‘আমার স্বামীকে কেউ কেড়ে নিতে পারবে না’! স্বামী অরিন্দমকে বাঁচাতে কঠিন প্রতিজ্ঞা নোলকের! আরো একবার দর্শকের মন জয় করলো ‘গোধূলি আলাপ’

কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘গোধূলি আলাপে’র সম্প্রচার। প্রথমদিকে ধারাবাহিকটি নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ আপত্তি দেখা গেলেও বর্তমানে ধারাবাহিকের মুখ্য জুটি মন জয় করে নিয়েছে দর্শকদের। প্রসঙ্গত এই ধারাবাহিকের অসমবয়সী প্রেম নিয়ে আপত্তি দেখা গিয়েছিল দর্শকদের মধ্যে। কিন্তু এই ধারাবাহিকের মুখ্য অভিনেতা কৌশিক সেন থেকে শুরু করে ধারাবাহিকের নির্মাতারা আত্মবিশ্বাসী ছিলেন এই ভেবে যে এই ধারাবাহিকের অভিনয় এবং গল্প দর্শকদের ভাল লাগতে বাধ্য।
এবার তাদের ভাবনা সত্যি করেই আরো একবার দর্শকদের মন জয় করতে দেখা গেল কৌশিক সেন এবং সোমু সরকার অভিনীত ‘গোধূলি আলাপ’কে। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ধারাবাহিকের সাম্প্রতিকতম প্রোমোতে দেখা গিয়েছে আহত স্বামী অরিন্দমকে বাঁচানোর জন্য প্রাণপাত করে দিচ্ছে ধারাবাহিকের নায়িকা নোলক। পাশাপাশি ঠাকুরের কাছে স্বামীর জন্য প্রার্থনা করতেও দেখা গেছে তাকে।
বলাই বাহুল্য এই দৃশ্য দেখার পর নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন নিজের অজান্তেই হয়তো অসমবয়সী অরিন্দমের প্রেমে পড়ে গিয়েছে নোলক। যে কারণে আহত স্বামীকে বাঁচানোর জন্য নিজের সিঁদুরের দিব্যি দিতে দেখা গেছে তাকে। বলাই বাহুল্য আগামী পর্বে কি হয় তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা