বাংলা সিরিয়াল

‘গুড্ডি’ ধারাবাহিকে আবারো নতুন নাটক, যুধাজিৎ এর সঙ্গে নতুন করে সংসার শুরু করতে চায় গুড্ডি, গুড্ডিকে দেখে আবার নতুন করে সংসার করার বাই শিরিন! ঘেঁটে ঘ দর্শক

বাংলা ধারাবাহিক গুলির মধ্যে এই মুহূর্তে সবথেকে বেশি চর্চা যে ধারাবাহিককে নিয়ে হয় তাহলে স্টার জলসার গুড্ডি। প্রথম থেকেই কখনো ত্রিকোণ প্রেম, কখনো পরকীয়ার গল্প তুলে ধরা হয়েছিল ধারাবাহিকে যার কারণে প্রায় চর্চা হতো এই ধারাবাহিক নিয়ে। এমনকি ধারাবাহিকের লেখিকা এবং অভিনেতা অভিনেত্রীরাও উঠে আসতেন সেই চর্চায়। বর্তমানে ধারাবাহিকে বেশ কয়েক বছরের লিপ নিয়ে গল্প অনেকটাই এগিয়ে গিয়েছে। আর সেখানে দেখা যাচ্ছে অনুজ এবং শিরিনের ছেলে অনেকটা বড় হয়ে উঠেছে। অনুজের বাড়ি ছেড়ে শিরিন চলে গিয়েছিল কিন্তু বেশ কয়েক বছর পর আবার ফিরে এসেছে সে।

ধারাবাহিকের তো আমরা বরাবরই দেখেছি অনুজকে নিয়ে গুড্ডি এবং শিরিনের মধ্যে টানাটানি চলে। কিন্তু অনুজ গুড্ডির দিকেই সব সময় ঝুকে ছিল। এবার অনুজের সন্তানও নিজের মা শিরিন কে ছেড়ে গুড্ডিকে মা বলে ডাকতে শুরু করেছে। অন্যদিকে ধারাবাহিক আবার নতুন মোড় নিতে চলেছে। শিরিন ফিরে এসে আবার অনুজের সঙ্গে সংসার করার কথা বলছে। অন্যদিকে যুধাজিৎ ফিরে এসেছে গুড্ডির জীবনে। এতদিনে সকলেই জেনে গিয়েছে যে গুড্ডি এবং যুধাজিৎ এর বিয়েটা ছিল সবটাই পরিকল্পনা মাফিক।

তবে গুড্ডির মুখে আগের পর্বে এমন একটি কথা শুনেছেন দর্শক যা শুনে তাদের মাথায় হাত। গুড্ডি জানিয়েছে এই জীবনে যদি সে আবার নতুন করে সংসার শুরু করতে চায় তাহলে সে যুধাজিৎ কেই বেছে নেবে। তার সঙ্গেই সে আবার সংসার করবে। অন্যদিকে শিরিন ফিরে এসেছে অনুজের জীবনে। তাই ধারাবাহিক এখন কি হচ্ছে আর আগামী দিনে কোন দিকে মোর নেবে ধারাবাহিকের গল্প কিছুই বোঝা যাচ্ছে না। দর্শক ও বিরক্ত হয়ে উঠছে এই ধারাবাহিকের উপর।

 

View this post on Instagram

 

A post shared by mithai prem (@mithailoves)

Back to top button

Ad Blocker Detected!

Refresh