বাংলা সিরিয়াল

পিকলু্র ট্রাক দেখাচ্ছে ভালো কথা তা বলে বর্ষার ফুলশয্যায় কী হলো সেটা একেবারেই দেখাবে না? খাপছাড়া গল্প নিমফুলে বলছেন দর্শক!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু। এই ধারাবাহিকে দেখা যায় যে, বর্ষাকে নিয়ে পিকলু পালিয়ে যেতে চাইলে পর্ণা তাদের আটকায়। অন্যদিকে পর্না বর্ষাকে তার শ্বশুর বাড়ি ফেরত পাঠিয়ে দেয়। বর্ষাকে ভুলতে পিকলু কাজ নিয়ে অনেক দূরে চলে যায়। তারপর থেকে ধারাবাহিকে দেখানো হচ্ছে যে, পিকলু কাজ নিয়ে আসলে যেখানে যায় সেটা একটা ট্র্যাপ।

এরা ছেলেদের চাকরির লোভ দেখিয়ে কিডন্যাপ করে, এই ক্ষেত্রে পিকলু কে উদ্ধার করতে ছোটে পর্ণা আর তারপর থেকেই পিকলুর ট্র্যাক দেখাচ্ছে ধারাবাহিকে‌। কিন্তু দর্শকের বক্তব্য পিকলু ট্র্যাক দেখানো হতেই পারে,তাই বলে অন্যদিকে থাকা বর্ষাকে একেবারেই দেখানো হবে না এটা কেমন হলো?

আরও পড়ুন : মিশকা ষড়যন্ত্র স্পেশাল পর্ব! দীপার হাতেই কি এবার শেষ হবে মিশকা?

বর্ষার নতুন বিয়ে হয়েছে তাই দর্শক তার গল্প ও দেখতে চাইছেন। যেদিন বর্ষা
প্রথম দিন তার শ্বশুরবাড়িতে গেলো না সে দিনটা না হয় কালরাত্রি ছিলো, কিন্তু তার পরের দিন তো বর্ষার রিসেপশন হ‌ওয়ার কথা আর অন্যদিকে বর্ষার ফুলসজ্জায় কী হলো সেটাও দেখতে চেয়েছিলেন দর্শক কিন্তু নির্মাতারা সেই দৃশ্য দেখায় না। অনেকেই বলছেন যে,বিষয়টা ভীষণ ই খাপছাড়া লাগছে আর দৃষ্টি কটু‌ও।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“কথা হচ্ছে যে,না মানে চ্যানেল করছে টা কি!চাইছে টা কি প্রোডাকশন!?
পিকলুর ট্র্যাক দেখাচ্ছে ভাল কথা!
কিন্তু তাই বলে বর্ষার নতুন বিয়ে হয়েছে সেই ট্র্যাক টা এতটুকুও দেখাবেনা!?
প্রথম দিন না হয় দেখালোনা মানলাম..কারণ সে দিন শুধুমাত্র কালরাত্রি ছিলো।দেখানোর মতো এমন কিছু ছিলো না!
বাট তার পরের দিন!?রিসেপশন!ফুলসজ্জা!

ওই বাড়ি তে ওদের সাথে কি অবস্থা!ওর বরের সাথে কি অবস্থা!এসব কিচ্ছু দেখালোনা!ফুলসজ্জা তে কি হলো সেটা অব্দি না!
মানে প্রোডাকশন কি চালাকি করছে আমাদের সাথে!
যে একজন এর ট্র্যাক দেখাবে,সেটা দেখতে গিয়ে যেন আমরা আমাদের পির্ষা জুটি কে ভূলে যায়!
ওরা কি এটাই চাইছে!

যাই হোক পিকলুর ট্র্যাক হলেও ব্যাপার টা আমার খুব একটা ভালো লাগলো না কারণ জিনিস টা খাপছাড়া হয়ে গেলো
আর প্রোডাকশন যদি সত্যিই এটা ভেবে থাকে তাহলে আমি বলছি এই জুটির মিল না হলে আমি এই সিরিয়াল আর দেখবো না,কখনো দেখলেও রেগুলারলি দেখবো না
জানি আমার মতো একজন দর্শক গেলে উনাদের কিছুই হবে না

আরও পড়ুন : “কেউ আসে না আমার খেলা দেখতে, জয় দেখতে, বাবাও না, মাও না!” লড়াইয়ের কথা লিখলেন মিলি

কিন্তু আমার মতো যারা এই জুটি কে ভালোবাসে তারা অনেকেই এই জুটির মিল না হলে এই সিরিয়াল আর দেখবেনা বলেছে
তাতে যদিও তেমন কিছু হবেনা তাদের কিন্তু একটু হলেও কিছু হবে
তাই আরও একবার বলছি প্লিজ এই জুটি টা কে ভাঙবেন না
এই জুটি টার আবার মিল করিয়ে দিন”

Back to top button

Ad Blocker Detected!

Refresh