বিছানায় ফেলে হাত মুখ চেপে ধরে ধ;র্ষণের চেষ্টা করেছিলেন ‘সোহাগ জল’ এর পরিচালক! নতুন ধারাবাহিক শুরু হতে না হতেই পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন এক মডেল
জি বাংলায় সবে মাত্র শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘সোহাগ জল’। গতকাল ২৮ শে নভেম্বর থেকে রাত নটার স্লটে দেখা যাচ্ছে এই ধারাবাহিক। এ ধারাবাহিকের পরিচালক হলেন সুমন দাস। তবে সবে একদিন শুরু হওয়া এই ধারাবাহিকের পরিচালকের বিরুদ্ধে ইতিমধ্যেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগ জানিয়েছেন মডেল পূজা কুলে এবং জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
ধারাবাহিকের পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করলেন মডেল পূজা। এমনকি তাঁকে ধারাবাহিকের পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া এবং কোন কাজ না দেওয়ার দাবি করলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মডেল বলেন, ঘটনাটি ২০১৭ সালের। তিনি বলেন অডিশনের নাম করে তাঁকে ডেকে অসভ্যতা করেন সুমন। রীতিমতো সেদিন ধর্ষণের চেষ্টা করেছিলেন তাঁকে।
পূজা বলেন, অডিশনের নাম করে প্রথমে সুমন তাঁকে ডেকেছিলেন সাউথ সিটি মলে। পূজার যেতে দেরি হওয়ায় সুমন তাঁকে নিজের গল্ফগ্রিনের ফ্ল্যাটে ডাকেন। সুমনের কথামতো পূজা সেখানে গিয়ে অডিশন দেন। অডিশন শেষ হয়ে যাওয়ায় তিনি বাড়ি ফেরার তোড়জোড় করলে সুমন তাঁকে বলেন রাত হয়ে গিয়েছে তাই সেখানেই থেকে যেতে। যদিও বিষয়টিতে প্রথমে পূজার রাজি হননি।
কিন্তু পূজা রাজি না হওয়াতেই সুমন তাঁকে বিছানায় ফেলে হাত মুখ চেপে ধরে। পূজার হাতের ফোন ছুঁড়ে ফেলে দেন। আর সেই দিনই ফ্ল্যাটের আরেকটি অংশে অনুষ্ঠান হওয়ায় মাইকের কারণে পূজার চিৎকারের আওয়াজ বাইরে অবধি পৌছয়নি। শেষমেষ পূজা কোন রাস্তা না পেয়ে নিজেকে বাঁচাতে রাতে সেখানে থেকে যাওয়ার কথা বলেন। তারপর বাথরুম যাবার নাম করে ফ্লাইটের একটি রুমে নিজেকে বন্ধ করে নেন।
পূজা জানান পরিচালক সুমন অনেকবার চেষ্টা করেছিলেন দরজার ভাঙ্গার। কিন্তু তিনি অসফল হন। তারপর সকালে সাহস করে পূজা ঘরের দরজা খোলেন। বেরিয়ে পরিচালককে শাশান যে তিনি চিৎকার করে লোকজন করবেন। তখনই ফ্ল্যাটের কলিং বেল বেজে ওঠে। আর পরিচালক পূজাকে বাথরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন। কিন্তু কোন রকমে দরজা খুলে বেড়িয়ে এসে আগত মহিলার কাছে সাহায্য চান পূজা।
সেই যাত্রায় পূজা বেঁচে গিয়ে যাদবপুর থানাতে এফআইআর দায়ের করেছিলেন সুমনের বিরুদ্ধে। যদিও কোন সুহারা হয়নি বরং পেয়েছিলেন শুধুই দুর্ব্যবহার। সমস্ত ঘটনা ২০১৯ সালে একটি ভিডিও বার্তা দিয়ে শেয়ার করেছিলেন পূজা। এবার আবারও একবার সেটি তিনি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে।
ভিডিওটি শেয়ার করে তিনি জি বাংলার কর্তৃপক্ষদের কাছে অনুরোধ করেছিলেন যে পরিচালক সুমন দাসকে যেন পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আর ভবিষ্যতেও যেন কোন পরিচালকের কাজ তাঁকে না দেওয়া হয়। নয়তো এভাবেই তিনি মেয়েদের কাজ দেওয়ার নাম করে সুযোগ নেবেন। মডেল পূজা কুলের পাশে দাঁড়িয়েছেন টেলিভিশনের অনতম জনপ্রিয় অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। অভিনেতা লিখেছেন, ‘এ একজন দাগী আসামি…. এখনো কাজ করে চলেছে’।