TRP তালিকায় এবারও প্রমান হয়ে গেলো ‘মিঠাই’ এর থেকে ভালো হচ্ছে ‘গাঁটছড়া’! ‘ধুলকোণা’, ‘মিঠাই’-কে হারিয়ে ফের একবার শীর্ষে ‘গাঁটছড়া’, প্রথম সপ্তাহেই বাজিমাত ‘খেলনা বাড়ি’র
আজ সেই বৃহস্পতিবার। দর্শকদের সবথেকে প্রিয় দিন। কারণ এই দিনে সিরিয়াল প্রেমী বাঙ্গালীদের কোন কোন পছন্দের ধারাবাহিক কোন স্থানে জায়গা দখল করে নিল সেটা জানার দিন। প্রত্যেক এই সপ্তাহের এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দর্শকেরা। কারন তাদের পছন্দের ধারাবাহিক গুলি কত রেটিং পেয়ে টিআরপি তালিকায় জায়গা করে নিল সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে প্রত্যেকে।
কখনো মিঠাই তো কখনো ধূলোকণা আবার কখনো গাঁটছাড়া টিআরপি তালিকায় একই সপ্তাহে নিজেদের স্থান দখল করে নিচ্ছে। কিন্তু বেশ কয়েক সপ্তাহ ধরেই মিঠাইয়ের সেই পুরনো প্রথম স্থান আর ফিরে পাওয়া কোন লক্ষনই দেখা যাচ্ছে না কারণ স্টার জলসার গাঁটছাড়া ধারাবাহিক টিআরপি তালিকার প্রথম স্থান দখল করে বসে রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা। কোন ধারাবাহিক কত রেটিং পয়েন্ট নিয়ে কততম স্থান দখল করে নিল আসুন দেখে নেওয়া যাক।
গাঁটছড়া – ৮.১ (প্রথম)
মিঠাই, – ৮.০ (দ্বিতীয়)
ধূলোকণা – ৭.৭ (তৃতীয়)
এক নজরে দেখে নিন তালিকা-
5:00 PM : খেলাঘর (১.৭)
5:30 PM : গুড্ডি (২.৯) | দিদি No.1 S9 (২.৮)
6:00 PM : গোধূলি আলাপ (৩.৮) | পিলু (৪.১)
6:30 PM : বৌমা একঘর (৪.২) | খেলনা বাড়ি (৫.৭) [Opening]
7:00 PM : গাঁটছড়া (৮.১) | উমা (৫.৯)
7:30 PM : আলতা ফড়িং (৭.৫) | গৌরী এলো (৭.৪)
8:00 PM : ধুলোকণা (৭.৭) | মিঠাই (৮.০)
8:30 PM : মন ফাগুন (৬.৬) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.১)
9:00 PM : আয় তবে সহচরী (৫.৯) | এই পথ যদি না শেষ হয় (৫.৭)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.৪) | লালকুঠি (৫.১)
10:00 PM : গঙ্গারাম (৩.৭) | উড়ন তুবড়ি (৪.০)
10:30 PM : গ্রামের রানী বীণাপাণি (২.৬) | যমুনা ঢাকি (২.৬)
11:00 PM : জয় গোপাল (১.৭) | মঙ্গলময়ী সন্তোষী মা (১.৭)
NON FICTION
রান্নাঘর (১.১)
দাদাগিরি S9 (৪.২)
দিদি No.1{SUN} (৪.৮)
Ismart Jodi (২.৫)
এবারও মিঠাই ধারাবাহিক গাঁটছড়া ধারাবাহিককে টেক্কা দিতে পারলোনা। গাঁটছড়া ঠিকই নিজের টুইস্ট এবং ধামাকাদার গল্পের মাধ্যমে প্রথম স্থান দখল করে নিলো। দ্বিতীয় স্থানে মিঠাই থাকল। কিন্তু এর পেছনেই তৃতীয় স্থানে জায়গা করে নিল ধূলোকণা। ধূলোকণা এবং মিঠাই এর মধ্যে জোরদার টক্কর চলছে তা বেশ ভালই বোঝা যাচ্ছে টিআরপি রেটিং পয়েন্ট দেখলে। অন্যদিকে জি বাংলার সদ্য শুরু হওয়া ধারাবাহিক খেলনা বাড়ি ও পিছিয়ে নেই। শুরুর প্রথম সপ্তাহেই TRP তালিকায় প্রথম দশের মধ্যে স্থান করে নিয়েছে এই ধারাবাহিক। ইন্দ্রজিৎ এবং আরত্রিকার জুটি খুব তাড়াতাড়ি দর্শকের মনে জায়গা করে নিয়েছে।