মহার্ঘ্য যুধাজিত বা অঙ্কুরের মতো সাপোর্টিং হলে স্রোতকে হিরো মানাবে না! স্রোতকে হিরো বানাতেই মহার্ঘ্যকে ভিলেন হতে হবে!

স্টার জলসায় একটি নতুন ধারাবাহিক এসেছে এই ধারাবাহিকের নাম বালিঝড়। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে তৃনা সাহা, কৌশিক রায়, ইন্দ্রাশিস রায় জুটি বেঁধেছে। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে এই প্রেমের গল্প দেখে দর্শকরা বুঝতেই পারছেন না এই গল্পের আসল নায়ক কে? কিছু মানুষ বলছেন ঝোরার সাথে মিল হবে স্রোতের, কারণ স্রোতের পরিবার টা খুব সুন্দর, কারোর মতে আবার মহার্ঘ্যই হবে ঝোরার নায়ক, কারণ ঝোরা একমাত্র যাবতীয় মেজাজ মহার্ঘ্যর উপরেই দেখায়, আবার ঝোরার সাথে মহার্ঘ্যর মিল হলে পুরনো সৌগুন জুটি অর্থাৎ খড়কুটো খ্যাত সৌজন্য গুনগুনকে ফিরে পাবে দর্শক। তাই বালিঘর ধারাবাহিক শুরু হওয়ার পর দর্শকরা দুই ভাগে ভাগ হয়ে গেছেন, একদল বলছেন ইন্দ্রাশিস নায়ক একদল বলছেন ইন্দ্রাশিস খলনায়ক। আসলে কেউই বুঝতে পারছে না এই ধারাবাহিকে হিরো কে হতে চলেছে? যে কোন মুহূর্তে যা কিছু ঘটতে পারে এই গল্পে!
তবে দর্শকদের মধ্যে একাংশের মানুষ মনে করছেন যে স্রোতকে নায়ক দেখাতে গেলে মহার্ঘ্যকে ভয়ংকর রকমের ভিলেন দেখাতে হবে তবেই দর্শক সেটা মানবে কারণ খড়কুটো ধারাবাহিকের গুনগুনের মৃত্যু এবং সৌগুণ জুটির অপূর্ণতা এখনো দর্শকদের মনের মধ্যে দাগ কেটে গেছে। তাই সেই জায়গায় যুদ্ধাজিৎ বা অঙ্কুরের মতো মহার্ঘ্য কে সাপোর্ট দেখালে স্রোতকে হিরো হিসেবে মানবে না দর্শক।
সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,
“মহার্ঘ্য যতদিন না ভয়ানক ভিলেন হচ্ছে ততদিন স্রোতকে Hero ভাবা টা খুব কঠিন…
কৌশিক স্যার ভিলেন হিসেবেও সাংঘাতিক সবাই জানি
সৌগুন জুটি দর্শকদের কাছে অনেক দিন ধরে একটু একটু করে ভালবাসা অর্জন করেছে আর খরকুটোয় গুনগুনের মৃত্যুটা দর্শকদের মনে দাগ কেটে গেছে
সেখান থেকে স্রোত এর Hero হয়ে ওঠা অনেক কঠিন, অনেকটা সময় সাপেক্ষ আর যদি মহার্ঘ্যকে এতো positive like অঙ্কুর, যুধাজিৎ এর মতো supportive, lovable দেখায় তাহলে তো প্রচন্ড কঠিন হবে
মহার্ঘ্য ঝোড়ার মধ্যে এখনও আমরা অনেকেই সৌগুনকে খুঁজে বের করি আর কখনো কখনো পাইও
স্রোত ঝোড়াকে একসাথে ভালো লাগে কিন্তু মহার্ঘ্যকে দেখলেই সব focus ওদিকে চলে যায় সেই পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে সৌগুন এর
আর by any chance যদি স্রোত ভিলেন হয় সেখানে বলবো ইন্দ্রাশীষ রায় স্যার কে নতুন অবতারে দেখতে পাবো সেটা অন্য ধরণের পাওনা হবে
নায়ক থেকে খলনায়ক হওয়াতে একজন অভিনেতাকে নিজেকে ভেঙে আবার নতুন করে গড়তে হয় তাতে বেশ অন্য ধরণের কিছু দেখা হবে
ইন্দ্রাশীষ স্যারকে ভিলেন হিসেবে নতুন করে চেনা যাবে নতুন ঝড় তুলবে
আর মহার্ঘ্য ভিলেন হলে তো কথাই নেই.. ঝড় তো এমনি তুলে দেবেন উনি আগেও বহুবার তার সাক্ষী আছি”