গুড্ডি ধারাবাহিকের পরকীয়া নিয়ে বলায় গুড্ডি ভক্তরা এই পথ যদি না শেষ হয় এর টুকাই রিনিকে নিয়ে ট্রোলিং শুরু করলো!

ধারাবাহিককে ধারাবাহিকে যেমন টক্কর চলে, টিআরপির খেলা চলে,তেমনই জোর লড়াই হয় একটি ধারাবাহিকের ফ্যান বেসের সাথে অপর ধারাবাহিকের ফ্যান বেসের আর এই ঝগড়া ও খুব স্বাভাবিক। কারণ পছন্দের ধারাবাহিককে নিয়ে কটু কথা বললে কেউ সেটা মেনে নিতে পারেন না তবে কখনো কখনো এই ঝগড়া অশান্তি মাত্রা ছাড়া হয়ে যায়। একটি ধারাবাহিককে নিয়ে আক্রমণ করা হলে দেখা যায় সেই ধারাবাহিকের ফ্যানবেসরা অহেতুক অন্য একটি ধারাবাহিককে নিয়ে আক্রমণ করছে, আবার কখনো দেখা যায় যে দুই ফ্যানবেসের মধ্যে মিল হয়ে গেছে খুব, একজন আরেকজনের হয়ে গলা ফাটাচ্ছেন। আসলে সোশ্যাল মিডিয়ায় যে কোনো সময় যা কিছু ঘটতে পারে এটা আগে থেকে বলা যায় না।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গুড্ডিকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে একটা সমালোচনা সৃষ্টি হয়েছে কারণ দর্শকদের একাংশের মানুষ এই ধারাবাহিকের বিষয় নিয়ে রীতিমত অসন্তুষ্ট। তাদের বক্তব্য এই ধারাবাহিকটি কিছু নোংরা এবং খারাপ বিষয়কে তুলে ধরছেন। ডিভোর্স হয়ে যাওয়ার পরও এবং দ্বিতীয় বিবাহ করার পরেও অনুজ গুড্ডি একে অন্যের সাথে রাত কাটাচ্ছে। যা নিয়ে দর্শকদের একাংশের মানুষ ট্রোল শুরু করেছেন।
কিছুদিন ধরে এমনটা চলতে চলতে স্টার জলসার ভক্তরা আবার জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ নিয়ে সমালোচনা শুরু করে দিলেন।-সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে সাত্যকিকে রিনির জড়িয়ে ধরার ছবি দিয়ে বলেছেন,“এতদিনে তাহলে রিনি আর টুকাই এর ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে
#ছবি_সংগ্রহীত”-এই বিষয় নিয়ে যখন তুমুল জল ঘোলা শুরু হয়েছে তখন আসলে নেমে গেলেন একজন পথ ভক্ত।
জি বাংলার একজন ভক্ত আবার বিষয়টিকে খোলসা করে লিখে সোশ্যাল মিডিয়া লিখেছেন,“এগুলো দেখার জন্যই সকাল থেকে পাগলের মত অপেক্ষা করছিলাম। যাই হোক কেউ উল্টো পাল্টা কিছু ভাববেন না সাত্যকি রিনি কে ওই বাজে লোকটার হাত থেকে বাঁচায় বলে সাত্যকি কে আবেগে জড়িয়ে ধরেছিল দাদা হিসেবে,,
ভয় হচ্ছে এবার এটা নিয়ে পাশের গ্রুপে নোংরামি করবে”