বাংলা সিরিয়াল

অবিশ্বাস্য টিআরপি!মিঠাই, গাঁটছড়াকে হারিয়ে বেঙ্গল টপার ধুলোকণা! বঙ্গ সেরা ৫ ধারাবাহিকের জগদ্ধাত্রী, শুরুর সপ্তাহেই হরগৌরী পা‌ইস হোটেল স্লট ছিনিয়ে নিল!

কথায় বলে আজ যে রাজা কাল সে ফকির। বাংলা বিনোদনের জগতে ও এমনটা যে কোনো সময় হতে পারে, কাল যে ধারাবাহিক বেঙ্গল টপার ছিল সেই ধারাবাহিক বেঙ্গল টপারের থেকে ছিটকে যেতে পারে, আবার টপ ফাইভ এর মধ্যে থাকার ধারাবাহিক ও টপ ফাইভ থেকে বেরিয়ে যেতে পারে আচমকাই, সদ্য শুরু হওয়া কোন ধারাবাহিক ও টপ ফাইভ এর মধ্যে ঢুকে যেতে পারে, ঠিক এমনটাই হয়েছে এই সপ্তাহের টিআরপির ক্ষেত্রে। এই সপ্তাহের টিআরপি রীতিমতো চমকপ্রদ টিআরপি।

গত সপ্তাহের বেঙ্গল টপার গাঁটছড়াকে হারিয়ে এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে ধুলোকনা। অন্যদিকে সদ্য শুরু হওয়া ধারাবাহিক জগদ্ধাত্রী বঙ্গসেরা ৫ ধারাবাহিকের মধ্যে ঢুকে গিয়েছে, গত সপ্তাহের থেকে মিঠাইয়ের টিআরপি কিছুটা হলেও বেড়েছে। অন্যদিকে বঙ্গ সেরা দ্বিতীয় ধারাবাহিক হয়েছে আলতাফড়িং আর গৌরী এলো বঙ্গ সেরা ৫ ধারাবাহিকের থেকে ছিটকে গিয়েছে। ওপেনিং সপ্তাহেই স্লট হাকিয়ে নিয়েছে স্টার জলসার সদ্য শুরু হওয়া ধারাবাহিক হরগৌরী পাইস হোটেল। অন্যদিকে সাহেবের চিঠি, নবাব নন্দিনীর জয়যাত্রা এখনো অব্যাহত রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের বাংলার সেরা ৫ ধারাবাহিক কী কী-

এই সপ্তাহের বাংলার সেরা ৫ ধারাবাহিক-

১ম। ধুলোকনা ৮.২ (bengal topper)
২য়। আলতা ফড়িং ৮.০
৩য়। গাঁটছড়া / মিঠাই ৭.৯
৪র্থ। লক্ষ্মী কাকিমা ৭.৩
৫ম। জগদ্ধাত্রী ৭.১

টি আর পি সম্পূর্ণ তালিকা –

5:00 PM : বিক্রম বেতাল (১.৩)
5:30 PM : গুড্ডি (৩.৮) | দিদি No.1 S9 (৩.১)
6:00 PM : নবাব নন্দিনী (৫.৪) | পিলু (৪.৯)
6:30 PM : সাহেবের চিঠি (৬.৬) | খেলনা বাড়ি (৬.১)
7:00 PM : গাঁটছড়া (৭.৯) | জগদ্ধাত্রী (৭.১)
7:30 PM : আলতা ফড়িং (৮.০) | গৌরী এলো (৭.৯)
8:00 PM : ধুলোকণা (৮.২) | মিঠাই (৭.০)
8:30 PM : মাধবীলতা (৫.৮) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৩)
9:00 PM : এক্কা দোক্কা (৫.০) | এই পথ যদি না শেষ হয় (৫.৫)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.০) | লালকুঠি (৪.৯)
10:00 PM : হরগৌরী পাইস হোটেল (৪.৭) [OPENNING] | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৩.৯)
10:30 PM : গোধূলি আলাপ (৩.২) | উড়ন তুবড়ি (৩.৫)
11:00 PM : রাধাকৃষ্ণ (১.৫) | শিশু ভোলানাথ (২.২)

NON FICTION শো –
রান্নাঘর (১.৩)
সা রে গা মা পা (৫.৬)
দিদি No.1 (রবিবার বিশেষ পর্ব) (৬.৫)
Dance Dance Junior (৩.৬)

Back to top button

Ad Blocker Detected!

Refresh