বাংলা সিরিয়াল

সেরা ৫ থেকে ছিটকে গেল ধূলোকনা! আবার বঙ্গ টপার হলো‌ ‘মিঠাই’! TRP বেড়েছে গোধূলি আলাপ ও সাহেবের চিঠির!

এই সপ্তাহের টিআরপি লিস্টে‌ কিছু কিছু ধারাবাহিক যেমন আশার চাইতে বেশি ফল করেছে, তেমনি কিছু কিছু ধারাবাহিক অবিশ্বাস্য রকম খারাপ টিআরপি পেয়েছে। ঠিক যেমন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ধুলোকণা বেঙ্গল টপার হওয়া তো দূর টপ ফাইভের বাইরে চলে গেছে। অন্যদিকে গোধূলি আলাপ ও পিলুর মধ্যে টি আর পি গ্যাপ কমেছে আর ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকের টিআরপি বেড়েছে। অন্য দিকে গত সপ্তাহের মতো এই সপ্তাহেও বঙ্গ টপার হয়েছে মিঠাই।

এই সপ্তাহের বাংলার ৫ টি সেরা ধারাবাহিক –
১ । মিঠাই (৮.৪) -বঙ্গ সেরা
২।লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৮)
৩। আলতা ফড়িং (৭.৫)
৪। গাঁটছড়া (৭.৪)
৫।গৌরী এলো (৭.৩)

দেখে নিন সম্পূর্ণ টিআরপি তালিকা-
5:00 PM : খেলাঘর (১.৬)
5:30 PM : গুড্ডি (৩.২) / দিদি No.1 S9 (২.৯)
6:00 PM : গোধূলি আলাপ (৪.১) /পিলু (৪.২)
6:30 PM : সাহেবের চিঠি (৪.৫) /খেলনা বাড়ি (৫.১)
7:00 PM : গাঁটছড়া (৭.৪) / উমা (৫.৮)
7:30 PM : আলতা ফড়িং (৭.৫) /গৌরী এলো (৭.৩)
8:00 PM : ধুলোকণা (৬.৮) /মিঠাই (৮.৪)
8:30 PM : মন ফাগুন (৫.৯) /লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৮)
9:00 PM : এক্কা দোক্কা (৫.০) /এই পথ যদি না শেষ হয় (৬.২)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৫.৯) /লালকুঠি (৪.৯)
10:00 PM : আয় তবে সহচরী (৪.৯)/বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৪.৮)
10:30 PM : বৌমা একঘর (২.৫)/ উড়ন তুবড়ি (৪.১)
11:00 PM : জয় গোপাল (১.৯) /শিশু ভোলানাথ (২.১)

এছাড়া নন ফিকশন শোয়ের টি আর পি হলো –
রান্নাঘর (১.০)
সা রে গা মা পা (৬.৭)
দিদি No.1 [সানডে ধামাকা] (৬.২)
Ismart Jodi (৩.০)

Back to top button

Ad Blocker Detected!

Refresh