বাংলা সিরিয়াল

এবার থেকে ‘গাঁটছাড়া’ ধারাবাহিকে খড়ির চরিত্রে দেখা মিলছে ‘খেলাঘর’ ধারাবাহিকের পূর্ণার, খড়ির চরিত্রে অভিনয় করা নিয়ে সরাসরি মুখ খুললেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার

বর্তমানে বাংলা ধারাবাহিক গুলির মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের একটি ধারাবাহিক হলো স্টার জলসার গাঁটছড়া। বর্তমানে টিআরপি তালিকাতেও এই ধারাবাহিক নিজেদের তিন নম্বর জায়গা দখল করে রেখেছে। বর্তমানে সিংহ রায় পরিবারের অজানা রহস্য নিয়ে প্রত্যেকের মনে আলাদা রকম উত্তেজনা। তাই এই ধারাবাহিকের টিআরপি রেটিং প্রতি সপ্তাহতেই বেশ ভালো। তবে বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা খবর শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে গাঁটছড়া ধারাবাহিকে এবার থেকে দেখা যাবে অভিনেত্রী স্বীকৃতি মজুমদারকে। অর্থাৎ সোলাঙ্কির পরিবর্তে স্বীকৃতিকে আনা হচ্ছে ধারাবাহিকে। আমরা প্রত্যেকেই স্বীকৃতিকে চিনি খেলাঘর ধারাবাহিকের পূর্ণা হিসেবে। তবে এই খবর শোনার পর থেকে চিন্তিত হয়ে পড়েছেন গাঁটছড়া ধারাবাহিকের ভক্তরা, বিশেষ করে সোলাঙ্কির ভক্তরা।

তবে না, যেমনটা ভাবছেন তেমনটা একেবারেই হচ্ছে না। ধারাবাহিক থেকে কোনভাবেই সোলাঙ্কিকে রিপ্লেস করা হচ্ছে না। বরং শোনা যাচ্ছে মিঠাই, শ্রীময়ী, খুকুমণি হোম ডেলিভারির মতো ধারাবাহিকের পর এবারে গাঁটছড়া ধারাবাহিকের হিন্দি ভার্সন আসতে চলেছে খুব শীঘ্রই। আর সেখানেই নাকি খড়ির চরিত্রে দেখা মিলবে স্বীকৃতির। তবে এই ব্যাপারে এখনো সরাসরি কিছু জানা যায়নি। আর এই বিষয় নিয়ে সম্প্রতি সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। অভিনেত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন ‘আমি এখন ঘুরতে এসেছি। হিন্দি গাঁটছড়ার ব্যাপারে আমার কাছে কোনও খবর নেই।’

তবে হিন্দি গাঁটছড়ার জন্য বেশ কিছু কলকাতার অভিনেত্রীর নাম ইতিমধ্যে মুম্বাই সংস্থার কাছে পৌঁছে গিয়েছে। আপাতত স্বীকৃতি এই বিষয়ে সরাসরি কিছুই জানেন না। তিনি হিমাচলে ছুটি কাটাতে ব্যস্ত। আগামী শনিবার দিনই কলকাতায় ফেরার কথা তার। প্রসঙ্গত উল্লেখ্য ২০২০ সালের খেলাঘর ধারাবাহিকের মাধ্যমেই প্রথম অভিনয় জগতে আসেন স্বীকৃতি। এখান থেকে তার পরিচয় ঘটে, এরপর টানা দু’বছর খেলাঘর ধারাবাহিক চলার পর অবশেষে ২০২২ সালের মে মাসের শেষ হয়ে যায় সান্টু এবং পূর্নার গল্প। তবে অভিনেত্রীর ভক্তরা অপেক্ষা করে আছেন আবার কবে স্বীকৃতিকে তারা টিভির পর্দায় দেখতে পাবেন। তবে কি এবার এই হিন্দি টেলিভিশনের হাত ধরে আবার কাম ব্যাক করছেন স্বীকৃতি সেটা তো সময় বলবে।

Back to top button

Ad Blocker Detected!

Refresh