বাংলা সিরিয়াল

‘ফেরারি মন, রামকৃষ্ণা, বিয়ের ফুল, তুমি যে আমার মা জি‌বা স্টার এলে টপ ফাইভে থাকতো সবসময়!’জি স্টারে এক গল্প দেখতে দেখতে কালার্স ও সানের ধারাবাহিক গুলি নিয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক!

জি বাংলা বা স্টার জলসার ধারাবাহিক গুলো নিয়ে দর্শক যেভাবে মাতামাতি করেন, সেই তুলনায় কালার্স বাংলা বা সান বাংলার ধারাবাহিক গুলো অনেক বেশি অবহেলিত হয়, কিন্তু জি বাংলা, স্টার জলসার চ্যানেল ঘুরিয়ে, যারা এই সকল চ্যানেল গুলির দিকে নজর রাখেন বা যারা জি বাংলা ও স্টার জলসার পাশাপাশি কালার্স ও সান এর ধারাবাহিক সমান ভাবে তাল মিলিয়ে দেখেন তারা কিন্তু সব সময় স্বীকার করেন কালার্স বাংলা ও সান বাংলায় যেরকম নিত্য নতুন concept এর ধারাবাহিক আসে তা জি বাংলা ও স্টার জলসায় আসেনা।

‌ দর্শকরা একথাও স্বীকার করেন যে জি বাংলা ও স্টার জলসায় কালার্স‌‌ও সানির এই প্রজেক্ট গুলো এলে সেগুলো সব সময় টপ ফাইভে থাকতো।‌ যেমন সান বাংলার একটি ধারাবাহিক বিয়ের ফুল বর্তমান সময়ে বেশ নজর কেড়েছে আবার একইভাবে কালার্স বাংলার ফেরারি মন, তুমি যে আমার মা ধারাবাহিক গুলো বেশ জনপ্রিয়, বর্তমানে সান বাংলায় একটি ধারাবাহিক এসেছে যেখানে দেখা যাচ্ছে সুন্দর ও অসুন্দরের কনসেপ্ট ধারাবাহিকের নাম রূপসাগরের মনের মানুষ, আবার বহু আগে অসমবয়সী দাম্পত্য নিয়ে কালার্স বাংলায় এসেছিল ইন্দ্রানী- এই সকল ধারাবাহিক গুলো নিত্য নতুন কনসেপ্টের যেখানে জি বাংলা বা স্টার জলসা তে মোটামুটি একই কনসেপ্ট এর ধারাবাহিক আসে বড় লোক নায়ক গরিব নায়িকা, ভুলক্রমে বিয়ে এবং তারপর দীর্ঘ সময় ধরে ভুল বোঝাবুঝি, সেখানে কালার্স ওসানের ধারাবাহিক গুলো তাদের কনসেপ্ট নির্বাচনের সব সময় নতুনত্ব রাখে যা দেখে দর্শকরা সবসময় মুগ্ধ হয়ে যান।

একটা সময় যখন জি বাংলা স্টার জলসার পাশাপাশি অন্য কোন ধারাবাহিক নিয়ে সোশ্যাল মিডিয়ায় সেভাবে আলোচনায় হত না সেই সময় কালার্স বাংলার ইন্দ্রানী ফেরারি মন তুমি যে আমার মা এই ধারাবাহিক গুলো নিয়ে দর্শকদের মধ্যে একটা আবেগ কাজ করতো এবং এখনো এই ধারাবাহিক গুলি নিয়ে দর্শকদের মধ্যে একটা ব্যাপক পরিমাণে আবেগ কাজ করে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“এগুলো স্টার জলসায় আসলে,,সব সময় সেরা ৫ এ থাকতো বিশেষ করে ফেরারী মন রাম কৃষ্ণা,,,ক্যানিং এর মিনু,, তুমি যে আমার মা,,,”- আবার অনেকে এটাও স্বীকার করেন যে কালার্স বাংলা বা সান বাংলা র এই ধারাবাহিক গুলো সেভাবে টিআরপির চক্করে যায় না বলেই কনসেপ্ট গুলো সুন্দর রাখতে পারে এবং শেষ অবধি সুন্দরভাবে শেষ করে হয়তো যে বা জি বা স্টারে এলে টিআরপির চক্করে এই সুন্দর সুন্দর ধারাবাহিক গুলো ঘেটে ঘ হয়ে যেত।

Back to top button

Ad Blocker Detected!

Refresh