‘পরীক্ষায় নাম্বার কম পেয়ে মিষ্টি ভরা হাঁড়ি ছুঁড়ে ফেললো রাধিকা’! ‘এভাবে খাবারের অপমান করছেন কেন?’ ‘এক্কাদোক্কা’ দেখে তীব্র ক্ষুব্ধ অনুগামীরা
সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘এক্কাদোক্কা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে ‘মোহর’ খ্যাত অভিনেত্রী সোনামনি সাহাকে। তার বিপরীতে এই ধারাবাহিকে দেখতে পাওয়া যাবে অভিনেতা সপ্তর্ষি মৌলিককে। তবে প্রথমদিকে ধারাবাহিকের প্রোমো দর্শকদের ভালো লাগলেও এই মুহূর্তে ধারাবাহিকের সাম্প্রতিকতম পর্ব দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের একটি বড় অংশ।
কারণ সম্প্রতি দর্শকরা দেখতে পেয়েছেন ধারাবাহিকের গল্প অনুসরন করে এক হাঁড়ি মিষ্টি নষ্ট করছেন ধারাবাহিকের নায়িকা। প্রসঙ্গত এই ধারাবাহিকের গল্প অনুযায়ী প্রথম থেকেই ধারাবাহিকের নায়ক নায়িকার মধ্যে পড়াশোনা নিয়ে তুমুল প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন দর্শকরা। তবে এবার ধারাবাহিকের নায়ক পোখরাজকে পরীক্ষায় বেশি নাম্বার পেয়ে কটাক্ষ করে এক হাঁড়ি মিষ্টি নায়িকা রাধিকার হাতে তুলে দিতে দেখা গিয়েছে।
কিন্তু রাগের বশে সেই মিষ্টি নষ্ট করতে দেখা গিয়েছে নায়িকাকে। এই দৃশ্য দেখার পর দর্শকদের একটি বড় অংশ জানিয়েছেন এভাবে খাবার নষ্ট করা উচিত না। ধারাবাহিকের মাধ্যমে এভাবে অপচয় করা উচিত না, এমন মন্তব্যও করতে দেখা গেছে অনেককে। সব মিলিয়ে এই মুহূর্তে আলোচনার শীর্ষে উঠে এসেছে স্টার জলসার এই নতুন ধারাবাহিক। পাশাপাশি তুমুল সমালোচিত হতে হয়েছে ধারাবাহিকটিকে।
View this post on Instagram