বাংলা সিরিয়াল

‘কিডন্যাপারের মেয়ের সাথে পোখরাজের মিল দেখিয়ে রাধিকা আর ডঃগুহকে এক করার চেষ্টা সত্যি বিরক্তিকর!’ এক্কাদোক্কা দেখে বলছেন নেটিজেনরা!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘এক্কা দোক্কা’ নিয়ে দর্শকদের মধ্যে তখন থেকে বিতর্কে সৃষ্টি হয়েছিল যখন এই ধারাবাহিকে মোহর ধারাবাহিক খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন এন্ট্রি নিল। তখন থেকে দর্শকের এক অংশ বলতে শুরু করেছিলেন যে সোনামণিতে প্রথম থেকেই এই ধারাবাহিকে আছে যে মোহর ধারাবাহিকে মোহর চরিত্রটি করেছিল এবার মোহর ধারাবাহিকের নায়ক শঙ্খ স্যারকেও নিয়ে আসা হলো, এরপর পুরো ধারাবাহিক থেকে পোখরাজ কে অর্থাৎ সপ্তর্ষি মৌলিক অভিনীত চরিত্রটিকে সাইড চরিত্র বানিয়ে দিয়ে এই ধারাবাহিকটিকে মোহর দুই বানানোর চেষ্টা করছেন লেখিকা।

প্রতীক সেন অভিনীত চরিত্র ডক্টর অনির্বাণ গুহের সাথে যখন রাধিকার দেখা সাক্ষাৎ এবং বিভিন্ন রকম মোমেন্ট দেখানো হতো তখন এমনই একটা ভালোবাসার সিনারিও সৃষ্টি করা হতো যে দর্শকদের মধ্যে সেই ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছিল, এরপর দেখা যায় পোখরাজের কথা জানতে পেরে ডক্টর অনির্বাণ গুহ চেষ্টা করছেন রাধিকা আর পোখরাজের মিল ঘটানোর কিন্তু এই মুহূর্তেই পোখরাজের জীবনে আবার নতুন একজন নারীর এন্ট্রি ঘটানো হলো, এই ধারাবাহিকে দেখানো হচ্ছে পোখরাজ কিডন্যাপ হয়েছে আর সেখানে কিডন্যাপারের মেয়ের সাথে পোখরাজের একটা অন্যরকম মুহূর্ত সৃষ্টি করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,
“সত্যি এবার বিরক্তিকর লাগছে
এভাবে দর্শকদের আবেগ নিয়ে খেলা উচিত না
এক্কা দোক্কা সিরিয়াল নিয়ে এমনি আমি পোস্ট করি কম কিন্তু শুরুর থেকেই দেখি
কিন্তু এবার সীমা অতিক্রম করে যাচ্ছে
ড: গুহ কে এনে ছিল রাধিকা পোখরাজের মিল করিয়ে দিতে কিন্তু এই মেয়েটাকে এনে ইচ্ছা করে এই মেয়ে আর পোখরাজের বিয়ের গল্পটা আনল
যাতে এদের বিয়ের খবর পেয়ে রাধিকা ড:গুহ কে বিয়ে করতে রাজী হয়ে যায় রাগে অভিমানে
যদি মোহর জুটি আনতে হতো তাহলে অন্য সিরিয়ালে নিয়ে আসত
রাধিকা পোখরাজের এতো সুন্দর গল্পটা ঘেটে দেয়ার কি দরকার ছিল???
পোখরাজ যেভাবে বিয়ের পর রাধিকাকে support করতো, যেভাবে সবার সাথে লড়াই করছিল তাতে রাধিকা সেই প্রমাণ চুরির কথা পোখরাজকে জানিয়ে দিতেই পারত
পোখরাজ রাধিকার পাশেই থাকতো
সেটা না করেই ভুল বোঝাবুঝির সূত্রপাত হয়েছিল
সেখান থেকে এতো টানাটানির কোনো মানেই হয় না
বিশেষ করে এই মেয়েটাকে এনে এই বিয়ের ন্যাকামীটা না করলেই পারত
ড:গুহ ঠিকই কাজ করছিল শুধুমাত্র পুরনো জুটির গল্প আনবে বলে এভাবে রাধিকা পোখরাজের জীবনটা আলাদা করে দিলো??? যেখানে এখনও রাধিকা পোখরাজ একে অপরকে ভালোবাসে
এভাবে fans দের আবেগ নিয়ে খেলা করা লেখিকার উচিত না
এটাকেও গুড্ডি বানিয়ে ছাড়বে”

Back to top button

Ad Blocker Detected!

Refresh