‘সৌমিতৃষার মতো জিরো ফিগার করতে প্রচুর জিম করছে অন্বেষা’! উর্মি চরিত্রাভিনেত্রী অন্বেষার জিম ভিডিওতেও উঠলো মিঠাই খ্যাত সৌমিতৃষার কথা

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’। এই ধারাবাহিকে সরকার বাড়ির যৌথ পরিবারের বন্ডিং ও উর্মি সাত্যকির ভেতরকার রসায়ন দর্শকদের মুগ্ধ করে তুলেছে, দর্শকরা আগ্রহের সাথে এই ধারাবাহিকে গ্রহণ করেছে এবং তার ফল পড়েছে টিআরপিতে। কিছুদিন আগেই এই ধারাবাহিকে দেখা গিয়েছিলো যে, জামাইষষ্ঠীতে উর্মির বাপের বাড়িতে গিয়েছিল উর্মি ও সাত্যকি। কিন্তু সেখানে মামনি সাত্যকির জন্য জাল বিছিয়ে রাখে, বিষ মেশানো হয়েছিল সাত্যকির খাবারে, বিষাক্ত সেই খাবারটা খেয়ে ফেলে উর্মি আর তারপর হাসপাতালে ভর্তি করতে হয় তাকে।
ডাক্তাররা জানায় তার বাঁচার সেরকম কোনো আশা নেই, সমস্ত রকম পরিস্থিতির জন্য যেন প্রস্তুত থাকে সাত্যকি আর সরকার পরিবার। এরপর জানাজায় কোমায় চলে গিয়েছে উর্মি, কিন্তু দুদিন যেতে না যেতেই সুস্থ হয়ে যায় উর্মি, আবার সাত্যকির সাথে ট্যাক্সি করে রাতের কলকাতা ভ্রমণে বেরিয়ে পড়ে সে। দুদিনের মধ্যেই কোমা থেকে সুস্থ হয়ে যাওয়ার এই ঘটনায় ধারাবাহিক নিয়ে একটু ট্রোলিং হয়েছিলো, সম্প্রতি ধারাবাহিক ঠিকঠাক মতই চলছে।
এই উর্মি চরিত্রটিকে এত দক্ষতার সাথে যিনি তিনি তুলে ধরেছেন তিনি অন্বেষা হাজরা। নিজস্ব অভিনয় দক্ষতায় সকলের মন জয় করে নিয়েছেন তিনি। এইবার অভিনেত্রীর রিয়েল লাইফের একটি ভিডিও পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে যে জিম করছেন অন্বেষা। গোলাপি রঙের পোশাক পরে দীর্ঘক্ষন শারীরিক কসরত করতে দেখা যায় তাকে, শরীর ফিট রাখতে তার জিম করার এই ভিডিও দেখে উৎফুল্ল হয়ে গিয়েছেন তার অনুরাগীরা। ইউটিউবে অন্বেষার ভিডিও আপলোড করা সেই চ্যানেলে অনেকে আবার দাবি করেছেন যে মিঠাই খ্যাত সৌমিতৃষা কুন্ডু ও নাকি জিম করেন, দয়া করে যেন তার ভিডিও আপলোড করা হয়। এই দেখে এক নেটিজেন বলেছেন,‘ এখানেও মিঠাই!’
View this post on Instagram