এত বড়ো নায়িকা হয়েও মহালয়ার সকালে ব্রেকফাস্টে ক্লাব কচুরি আর জিলিপি খেয়ে এনজয় করছেন দীপান্বিতা রক্ষিত! “মহালয়ার সকালের থেকে ভালো ব্রেকফাস্ট আর হতে পারে না” বললেন অভিনেত্রী

দীপান্বিতা রক্ষিত, নামটা বর্তমানে টলি পাড়ায় বেশ জনপ্রিয় নাম। “খুকুমণি হোম ডেলিভারি” ধারাবাহিক জগতে বেশ ভাল রকম নাম কামাতে পেরেছিল। বিশেষত খুকুমণির যেসব ডায়লগস ছিল তা মানুষের বিশেষ পছন্দের। এই ধারাবাহিকে খুকুমণির চরিত্র অর্থাৎ মুখ চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা রক্ষিত। বলাই বাহুল্য নিজের অভিনয় জীবনের শুরু থেকেই দর্শক হৃদয়ের এক ভালো রকম জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী। “সাঁঝের বাতি” ধারাবাহিকের চারুর বোন চুমকির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেখান থেকেই দর্শক তার অভিনয় বেশ পছন্দ করেছিল। তবে খলনায়িকা থেকে মুখ্য চরিত্রের সফর খুব একটা সহজ ছিল না তাঁর। কিন্তু নিজের অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে মাতিয়ে রেখেছিলেন দর্শকদের। বর্তমানে অভিনেত্রীকে কোনো ধারাবাহিককে দেখা না গেলেও তিনি কাজ করছেন ডান্স ডান্স জুনিয়রে।
নিজের অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও বেশ ভাল রকম অ্যাকটিভ। নানা সময় অভিনেত্রীকে দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে। কখনো নিজের জিমের গ্র্যান্ড ওপেনিং এর লাইফ আবার কখনো বিভিন্ন রকম বোর্ড ডান্স মুভস নিয়ে। সবদিক থেকেই বর্তমানে টেলিভিশন জগতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন দীপান্বিতা। পর্দায় খুকুমণি কে দেখতে যেমন লোকে পছন্দ করেছিল ঠিক তেমনি সোশ্যাল মিডিয়াতে ও তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে মুখে থাকেন দর্শক। সেই কারণেই নিজের জীবনের ছোট বড় সমস্ত রকম খুঁটিনাটি সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের সাথে শেয়ার করেন অভিনেত্রী।
সেরকম একটি ভিডিও আবার পোস্ট করেন তিনি। নিজের জীবনের ছোট ছোট আনন্দ গুলিও ভিডিও করে অনুরাগীদের উদ্দেশ্যে পোস্ট করেন। যেমন বর্তমানে এই ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে রয়েছে নীল রঙা একটি চুড়িদার। কানে জাঙ্ক জুয়েলারি। তেমন বিশেষ কিছু মেকআপ নেই অভিনেত্রীর মুখে। কিন্তু তাতেই অপূর্ব দেখতে লাগছে তাঁকে। সকাল সাড়ে ছটা সাতটার সময় করা হয়েছিল এই ভিডিওটি।
ভিডিওটিতে অভিনেত্রীকে বলতে শোনা যায় তখন সকাল ৬:৩০ কি ৭ টা। অভিনেত্রী সবেমাত্র প্রিন্সেপ ঘাট থেকে ঘুরে এসেছেন। আর তারপরেই জমিয়ে এনজয় করছেন সকালের ব্রেকফাস্ট। ক্লাব কচুরি আর সাথে জিলিপি। মহালয়ার দিন সকাল বেলা প্রিন্সেপ ঘাট থেকে ঘুরে এসে এই ধরনের ব্রেকফাস্ট খুবই এনজয় করছেন অভিনেত্রী। আর সেই কথা ভিডিওতে খুবই স্পষ্ট ভাবে বললেন তিনি। এই ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, “মহালয়ার দিনের বেস্ট খাবার”। ভিডিওটি পোস্ট হবার সাথে সাথেই ১৩ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছেন ভিডিওটিকে। সুতরাং বোঝাই যাচ্ছে অভিনেত্রীর অনুরাগী সংখ্যা যথেষ্ট।
View this post on Instagram