বাংলা সিরিয়াল

বয়স্ক হলেও বৃষ্টির মরসুমে লক্ষ্মী কাকিমার নাচ দেখে মুগ্ধ দেবু দা, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে লক্ষ্মী কাকিমা এবং দেবু দার রোমান্টিক মুহূর্ত ভাইরাল

বাংলার বিনোদন জগতের অন্যতম একটি অংশ হলো ধারাবাহিক। এই ধারাবাহিক গুলি নিত্যদিন দর্শকদের বিনোদনের মাধ্যম হয়ে ওঠে। অবসর সময়ে প্রত্যেকেই ধারাবাহিক গুলি দেখতে বিশেষ পছন্দ করেন দর্শক। আর দিনে দিনে এইজন্যই ধারাবাহিক প্রেমীর সংখ্যা বেড়ে উঠছে। প্রতিটি চ্যানেলেই দর্শকরা নিজেদের পছন্দের ধারাবাহিক গুলি দেখতে বসে যায় টিভির সামনে। কেউ মিস করে না তাদের পছন্দের ধারাবাহিক গুলি। আর দর্শকদের এই পছন্দের ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম একটি হলো জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার।’

বেশ কয়েক মাস হল এই ধারাবাহিক জি বাংলার পর্দায় শুরু হয়েছে। বাকি ধারাবাহিকের থেকে খানিকটা আলাদা এই ধারাবাহিক দর্শকদের খুব অল্পসময়ের মধ্যেই মন জয় করে নিয়েছে। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অর্থাৎ লক্ষ্মী কাকিমার চরিত্রে দেখা যাচ্ছে আপনাদের সকলের প্রিয় হাসিখুশি এবং অত্যন্ত ট্যালেন্টেড অভিনেত্রী অপরাজিতা আঢ্য কে। দীর্ঘ চার বছর পরে আবার এই ধারাবাহিকের হাত ধরেই অভিনেত্রী টেলিভিশনে ছোট পর্দায় ফিরেছেন। অপরাজিতা আঢ্যর বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে আরও একজন অন্যতম ট্যালেন্টেড অভিনেতা দেবশংকর হালদার কে। ধারাবাহিকটি খানিকটা অন্য ধাঁচের হওয়ায় খুব সহজেই দর্শকের ভালোবাসা পেয়েছে। টিআরপি তালিকাতেও ১ থেকে ১০ এর মধ্যে বেশ ভাল রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে এই ধারাবাহিক।

সম্প্রতি জি বাংলার অফিশিয়াল ফেসবুক পেজ এর তরফ থেকে এই ধারাবাহিকের একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে। এই ভিডিও ক্লিপটি লক্ষী কাকিমা এবং দেবু দার একটি রোমান্টিক মুহূর্ত তুলে ধরা হয়েছে। ইতিমধ্যেই গুন্ডাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ি ছাড়া হয়েছে লক্ষী কাকিমা এবং তার পরিবার তাই সকলে মিলে বৃষ্টির দিনে একটি বাড়িতে এসে উপস্থিত হয়েছে। সেখানে অবস্থা খুব একটা ভালো নয়। ফলে সেখান থেকে বৃষ্টির জল অনবরত পড়ছে এবং সেই বৃষ্টির জলে লক্ষ্মী কাকিমাকে দারুণভাবে নাচ করতে দেখা গিয়েছে। লক্ষ্মী কাকিমার নাচ দেখে মুগ্ধ হয়েছে তার স্বামী দেবু। এর পরেই কাকিমা এবং দেবু দার একটি সুন্দর মিষ্টি রোমান্টিক মুহূর্ত দেখা যায়। দেবু দা তার লক্ষীকে বলে তার মত সুন্দর নাচতে নাকি আর কাউকে দেখেনি সে। এই ভিডিওটি ইতিমধ্যেই বহু দর্শক দেখেছেন এবং ভিডিওটি পছন্দ করেছেন।

Back to top button

Ad Blocker Detected!

Refresh