পরকীয়ার নতুন ট্রেন্ড, দেওর-বৌদির অবৈধ সম্পর্ক! ‘ সোহাগ জলে’র পর এবার একই গল্প ‘নবাব নন্দিনী’তেও! তীব্র প্রতিবাদ অনুগামীদের

বাংলা সিরিয়ালের মাধ্যমে পরকীয়ার দৃশ্য ইতিমধ্যেই একাধিকবার উঠে আসতে দেখতে পেয়েছেন বাংলা সিরিয়ালের দর্শকরা। পরকীয়ার গল্প লেখার জন্য এর মধ্যেই বহুবার তীব্র সমালোচিত হতে দেখা গিয়েছে টলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়কে।
তবে এবার ধারাবাহিকের মাধ্যমে নতুন পরকীয়ার ট্রেন্ড তুলে ধরা হচ্ছে, এমনটাই জানাচ্ছেন বাংলা ধারাবাহিকের দর্শকরা। প্রসঙ্গত ইতিমধ্যেই সোহাগ জল সিরিয়ালে বৌদি এবং দেওরের মধ্যেকার সম্পর্ক দেখানো হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন দর্শকদের একটি বড় অংশ।
এবার সেই একই দৃশ্য নবাব নন্দিনী ধারাবাহিকেও তুলে ধরা হচ্ছে এমন কথা জানাতে দেখা গিয়েছে ধারাবাহিকের অনুগামীদের একটি বড় অংশকে। তবে গোটা বিষয়টি নিয়ে মুখ খুলে সোহাগ জল ধারাবাহিকের অভিনেতা হানি বাফনা জানিয়েছেন ধারাবাহিকগুলি আসলে বাস্তবের প্রতিচ্ছবি এবং বাস্তবে এ ধরনের ঘটনা হামেশাই হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
পাশাপাশি নবাব নন্দিনী ধারাবাহিক নিয়ে মুখ খুলে ধারাবাহিকের অভিনেতা জানিয়েছেন গোটা বিষয়টি উঠে এলেও তা কতটা সত্য তা জানতে ধারাবাহিকটি দেখতে হবে অনুগামীদের। তবে গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদ করতে দেখা গিয়েছে বাংলা ধারাবাহিকের দর্শকদের। তারা মনে করছেন ধারাবাহিকগুলি প্রতিযোগিতায় জেতার জন্যই এ ধরনের গল্প তুলে আনছে নেটিজেনদের নজর কাড়ার জন্য। তবে এই ট্রেন্ড বন্ধ হওয়া দরকার এমনটাই মন্তব্য করেছেন অনুগামীরা।
View this post on Instagram