লালনের স্মৃতি ফিরিয়ে বাজিমাত ধুলোকণার! অন্যদিকে দেবীত্ব অর্জন করেও বঙ্গ সেরা হতে পারল না গৌরী! নেগেটিভ এপিসোড দেখিয়ে ও অনুরাগের ছোঁয়ার টিআরপি বাড়লো!
কোনো ধারাবাহিক ভালো চলছে না খারাপ চলছে তা নির্ধারণ করে টিআরপি। টি আর পি তালিকার ফলাফল দেখেই সবটা নির্ধারণ করা যায়। গত সপ্তাহে যেমন ধুলোকণা ধারাবাহিকে চমকপ্রদ অনুষ্ঠান হয়েছে। তিতির কে সবাই নেগেটিভ ভেবেছিল এবং লালন ফুলঝুরির মাঝে আসার জন্য দোষারোপ করেছিল। কিন্তু পরে দেখা গেল তিতির চরিত্রটা পজেটিভ। সে কোনদিনই লালন আর ফুলঝুরির মাঝখানে আসতে চায়নি, এমনকি সিঁদুরের পরিবর্তে সে লিপস্টিক ব্যবহার করেছিল তার কারণ সে জানতো এটা বিয়ে নয়। বিয়েটা আসল ফুল ঝুরির সাথে হয়েছে। ফুলঝুরির সাথে কোন অন্যায় করবে না বলে সে লালনের স্মৃতি ফেরানোর চেষ্টা করেছে। অন্যদিকে জি বাংলার গৌরী এলো ধারাবাহিকে দেখা যাচ্ছে গৌরী, সাক্ষাৎ দেবী হয়ে মন্দিরে চলে গেছে, তার চোখের মধ্যে ত্রিনয়নীও দেখা গেছে। ধামাকাদার এপিসোড হচ্ছে অনুরাগের ছোঁয়াতে। নেগেটিভ পজিটিভ এপিসোড গুলো খুব ব্যালেন্স করে দেখানো হচ্ছে।
এইসবের ফল ফললো টিআরপিতে। টিআরপি তালিকায় দেখা গেল বঙ্গ সেরা ধারাবাহিক হয়েছে ধুলোকণা, বঙ্গসেরার পরে গৌরী এলো আর অনুরাগের ছোঁয়া যৌথভাবে দ্বিতীয় হয়েছে। অন্যদিকে নবাব নন্দিনী, সাহেবের চিঠির জয়যাত্রা রয়েছে অব্যাহত। খড়ির জেঠুর মৃত্যুর ট্রাক অর্থাৎ অতীতের track দেখানোয় গাঁট ছাড়া স্লট ধরে রাখতে পারেনি।
এই সপ্তাহের বাংলার সেরা ৫ ধারাবাহিক হলো-
১ম। ধুলোকনা 8.3 (বঙ্গ সেরা )
২য়। গৌরী এলো , অনুরাগের ছোঁয়া 7.7
৩য়। জগদ্ধাত্রী 7.5
৪র্থ। আলতা ফড়িং 7.3
৫ম। গাঁটছড়া 7.2
পুরো টি আর পি তালিকা হলো-
5:30 PM : গুড্ডি (৩.৯) | দিদি No.1 S9 (৩.৩)
6:00 PM : নবাব নন্দিনী (৬.১) | পিলু (৫.০)
6:30 PM : সাহেবের চিঠি (৬.৫) | খেলনা বাড়ি (৫.৯)
7:00 PM : গাঁটছড়া (৭.২) | জগদ্ধাত্রী (৭.৫)
7:30 PM : আলতা ফড়িং (৭.৩) | গৌরী এলো (৭.৭)
8:00 PM : ধুলোকণা (৮.৩) | মিঠাই (৬.৪)
8:30 PM : মাধবীলতা (৬.৮) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.০)
9:00 PM : এক্কা দোক্কা (৬.৩) | এই পথ যদি না শেষ হয় (৪.৭)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৭.৭) | লালকুঠি (৪.২)
10:00 PM : হরগৌরী পাইস হোটেল (৫.৪) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৩.৪)
10:30 PM : গোধূলি আলাপ (২.৬) | উড়ন তুবড়ি (৩.৬)
11:00 PM : রাধাকৃষ্ণ (১.৫) | শিশু ভোলানাথ (২.১)
নন ফিকশন শো গুলির টি আর পি হলো-
রান্নাঘর (১.২)
সা রে গা মা পা (৫.৯)
দিদি No.1 [সানডে ধামাকা] (৬.৪)
Dance Dance Junior (৪.৭)