বাংলা সিরিয়াল

‘অনুরাগের ছোঁয়াতে কোনো গল্প নেই! বাচ্চা দুটোর জন্য‌ই টপার হয়!’-অনুরাগের ছোঁয়াকে নিয়ে সমালোচনা করাই রীতিমতো ধুয়ে দিলেন অনুরাগ ভক্তরা!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকে দেখা যায় যে, সূর্য দীপার পাশাপাশি সোনা রূপার দুষ্টু মিষ্টি খুনসুটি দর্শককে মুগ্ধ করে দিয়েছে। ছোট্ট মিষ্টি দুটো মেয়ে তাদের মনস্তত্ত্ব দেখে দর্শক অবাক হয়ে যাচ্ছে, বিশেষ করে রূপাকে দেখে দর্শক কখনো কাঁদেন,কখনো হাসেন,ঐটুকু একটা মেয়ে এত matured অভিনয় করে যে দর্শক সেই অভিনয়ের প্রশংসা না করে পারে না।

রূপা যখন জানতে পারলো তার নিজের বাবা তাকে অস্বীকার করেছে তখন তার মুখে যেভাবে কষ্ট ফুটে উঠলো এবং শেষবার সে যেভাবে সূর্যের মুখের দিকে তাকালো তা এক কথায় অসাধারণ। এই ধারাবাহিকে এই দুই পরী যেন নতুন করে প্রাণ এনে দিয়েছে, সূর্য দীপার দীর্ঘ ভুল বোঝাবুঝির সময়ে এই দুটো চরিত্র দেখতেই দর্শক টিভির সামনে বসেন, কিন্তু তার মানে এই নয়, সূর্য দীপার কোন ইম্পর্টেন্ট নেই বা অনুরাগের ছোঁয়াতে কোন গল্প চলে না।

বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা কথা শোনা যাচ্ছে যে অনুরাগের ছোঁয়াতে কোন গল্প নেই শুধুমাত্র বাচ্চা দুটোর জন্যই গল্পটি টপার হচ্ছে। এই বিষয়টির তীব্র প্রতিবাদ করে সম্প্রতি একজন নেটিজেন লিখেছেন যে, এই ধারাবাহিকের মধ্যে একটি বাস্তবসম্মত সমস্যা কে তুলে ধরা হয়েছে যে বাবা মার মধ্যে বিচ্ছেদ হলে সন্তানদের মধ্যে কী মানসিক প্রেসার কাজ করে ‌?

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,
“কিছু কিছু ফালতু লোকজন বলছে।
অনুরাগের নাকি গল্প নেই
বাচ্চাদের জন্য টপার হচ্ছে
আরেহ ভাই গল্প সুন্দর বলে বাচ্চারাও সুন্দর সুন্দর অভিনয় এর সুযোগ পাচ্ছে।
মা বাবা আলাদা থাকলে বাচ্চাদের কি হয় সেটা এসভিএফ রূপা চরিত্র দিয়ে কি সুন্দর ভাবে তুলে ধরেছে।।
সবার চরিত্রে এর কথা বাদ রূপা চরিত্রটা দেখলে বুঝা যায় একটা চরিত্রের কতো শেইফের গল্প আছে।
রূপা চরিত্রটা দীপার অনুরূপ
লাবন্যর মতো জেদি, বুদ্ধিমতী
সূর্যের মতো জ্ঞানী।
ওই বড় হয়ে ডাক্তার হবে।
আজো রূপার আর দীপার সেই দিনের কথা মনে পড়ছে।
একদিন মা তুমি আমার জন্য গর্ব করবে।
আমি বড় ডাক্তার হবো, তোমাকে সবার সামনে পরিচয় করিয়ে দিব।
লেখক একটা চরিত্র দিয়ে কতো গুলো ট্র্যাক বানিয়ে রেখেছে।
এটা আমাদের অনুরাগ এটার গল্প ও
আমরা অনুরাগকে ভালোবাসি।
তার গল্পকেও।
প্রত্যেক চরিত্রের আলাদা আলাদা গল্পোর টুইস্ট ”

Back to top button

Ad Blocker Detected!

Refresh