বাংলা সিরিয়াল

জগদ্ধাত্রীকে সরিয়ে বঙ্গ সেরা ধারাবাহিক অনুরাগের ছোঁয়া! বিয়ের ট্র্যাকে আবারও টিআরপি তুলে ফেললো পঞ্চমী! কত নম্বরে রয়েছে বাংলা মিডিয়াম, নিম ফুলের মধু?

যে কোনো ধারাবাহিকের টিআরপি আজ বাড়ে, কাল কমে। একটানা কোন ধারাবাহিক নিজের অবস্থান ঠিক জায়গায় ধরে রাখতে পারে না, তার কারণ দীর্ঘ সময় ধরে কোনো ধারাবাহিক টানটান উত্তেজনাপূর্ণ এপিসোড ধরে রাখতে পারে না সেই কারণে টিআরপিতে কমা বাড়া হতেই থাকে। কিন্তু এই সকল ধারাবাহিকের মধ্যে কিছু কিছু ধারাবাহিক হয় ব্যতিক্রম যেমন অলটাইম স্লট লিডার ধারাবাহিক অনুরাগের ছোঁয়া রাত্রি সাড়ে নয়টার স্লটে গিয়েও এই ধারাবাহিক নিজের সর্বোচ্চ টি আর পি দিয়েছে।

বর্তমানে দেখা যাচ্ছিলো যে, বেশ কিছু সপ্তাহ ধরে জগদ্ধাত্রী বেঙ্গল টপার হচ্ছিল কিন্তু বর্তমান সপ্তাহে দেখা গেছে যে জগদ্ধাত্রীকে বেঙ্গল টপারের জায়গা থেকে সরিয়ে দিয়ে অনুরাগের ছোঁয়া বঙ্গ সেরা হয়েছে। অন্যদিকে বাংলা মিডিয়াম ও পঞ্চমীর মতো সদ্য আগত ধারাবাহিক গুলিও টি আর পি তালিকায় নিজেদের ছাপ রেখে গেছে এই সপ্তাহে।

এই সপ্তাহের বাংলার সেরা ৫ ধারাবাহিক-

১ম। অনুরাগের ছোঁয়া (৮.৯) (বঙ্গ সেরা)
২য়। জগদ্ধাত্রী (৮.৫)
৩য়। গৌরী এলো (৮.১)
৪র্থ। খেলনা বাড়ি (৭.৯)
৫ম। বাংলা মিডিয়াম / পঞ্চমী (৭.৭)

টি আর পি পুরো তালিকা-

5.30 pm : গুড্ডি (4.3) | দিদি No.1 S9 (4.0)
6.00 pm : নবাব নন্দিনী (5.2) | মিঠাই (7.0)
6.30 pm : সাহেবের চিঠি (5.9) | খেলনা বাড়ি (7.9)
7.00pm : গাঁটছড়া (7.1) | জগদ্ধাত্রী (8.5)
7.30 pm : আলতা ফড়িং (7.1) | গৌরী এলো (8.1)
8.00pm : বাংলা মিডিয়াম (7.7) | নিম ফুলের মধু (7.4)
8.30pm : পঞ্চমী (7.7) | রাঙা বউ (6.1)
9.00 pm : এক্কা দোক্কা (5.9) | সোহাগ জল (5.4)
9.30 pm: অনুরাগের ছোঁয়া (8.9) (Bengal topper) | তোমার খোলা হাওয়া (3.0)
10.00 pm: হরগৌরী পাইস হোটেল (5.9) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (3.0)
10.30 pm : গোধূলি আলাপ (3.0) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (2.3) [Last Week]
11.00pm: রাধাকৃষ্ণ (1.0)| শিশু ভোলানাথ (2.1)

NON FICTION শো গুলি হলো-

রান্নাঘর (1.1)
সা রে গা মা পা (5.6)
দিদি No.1 [সানডে ধামাকা] (6.3)
Dance Dance Junior (4.7)

Back to top button

Ad Blocker Detected!

Refresh