বাংলা সিরিয়াল

কালো ক্রপ টপ ও প্যান্টে ফের আরও একবার হট অবতারে জিম লুকে ইনস্টাগ্রামের ছবি পোস্ট করলেন অভিনেত্রী তিথি বসু

তিথি বসু নাম শুনলেই প্রথমেই আমাদের যে কথাটি মাথায় আসে সেটা হল তার অভিনীত মা ধারাবাহিকের ছোট ঝিলিক চরিত্রের কথা। তখন তিথি সত্যিই বেশ ছোট ছিল বর্তমানে তিনি একজন যুবতীতে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতি দিনের ফটোশুটে বিভিন্ন ছবি আপলোড করে রীতিমতো দর্শকদের তাক লাগিয়ে দেন তিনি। হট অবতারের ছবি আপলোড করার জন্য সোশ্যাল মিডিয়ার চর্চার শীর্ষে রয়েছেন তিনি। সম্প্রতি জিমের পোশাক পরে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে ছবি পোস্ট করলেন তিনি।

ছবিতে তিথি কে কালো রঙের ক্রপ টপ এবং কালো ফুল প্যান্টে দেখা গেছে। আয়নার সামনে দাড়িয়ে মিরর সেলফি তুলছিলেন তিনি। বর্তমানে নেটিজেনদের দাবী তিথিকে এখন আর টেলিভিশনের পর্দায় দেখা যায়না। কবে ফিরবেন তিথি তা নিয়ে আগ্রহ রয়েছে তার ভক্তদের। বর্তমানে তিনি একজন কলেজ পড়ুয়া। পড়া শেষ করেই আপাতত টেলিভিশন জগতে ফেরার ইচ্ছে রয়েছে তার।

সোশ্যাল মিডিয়ায় দারুন অ্যাক্টিভ থাকে তিথি। হামেশাই তাকে বিভিন্ন ছবি এবং ভিডিও আপলোড করতে দেখা যায়। হেটারদের পাশাপাশি অভিনেত্রীর অনেক ভক্তও আছে।

 

View this post on Instagram

 

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)

Back to top button

Ad Blocker Detected!

Refresh