‘পটল পেকে গেছে’! সাহসী পোশাকে জন্মদিনের পার্টি করে সমালোচনার সম্মুখীন ‘পটল কুমার’ হিয়া দে! ভাইরাল অভিনেত্রীর জন্মদিন পালনের ফটো

এক সময় ‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছিলেন অভিনেত্রী হিয়া দে। শিশু শিল্পী হিসেবে সে সময় বলা যেতে পারে দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যেতে সক্ষম হয়েছিলেন তিনি।
এরপরে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও নির্ভয়া নামের সিনেমার মুখ্য ভূমিকা অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছেন হিয়া। তবে এবার সেখানেই নিজের চোদ্দ তম জন্মদিনের ছবি পোস্ট করে কটাক্ষের সম্মুখীন হতে হল তাকে।
কারণ নেটদুনিয়ার বাসিন্দাদের অনেকেই এখনো এই তথ্য গ্রহণ করতে পারেননি যে তাদের দেখা সেই শিশু শিল্পী ইতিমধ্যেই কিশোরী অভিনেত্রী হয়ে উঠেছেন। যে কারণে অভিনেত্রীর উদ্দেশ্যে নানান রকম মন্তব্য ছুঁড়ে দিতে দেখা গিয়েছে তাদের কমেন্ট বক্সের মাধ্যমে।
তবে অভিনেত্রী কিন্তু এই সমস্ত মন্তব্যে পাত্তা দিতে নারাজ। বরং নিজের মত করে থাই স্লিট গাউনে জন্মদিন পালন করতে দেখা গিয়েছে তাকে। তবে এদিন সঙ্গে পেয়েছেন তিনি অনুগামীদের ভালবাসা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি আগামীতে তাকে কোন প্রজেক্টে কাজ করতে দেখা যাবে সেদিন সেই প্রশ্নও তুলে ধরেছেন অনুগামীদের অনেকেই।
View this post on Instagram