ফিনফিনে সাদা শাড়িতে ক্যামেরাবন্দি হলেন দেবাদৃতা, বিনোদিনী সেজে সোশ্যাল মিডিয়ায় মোহময়ী রূপে ধরা দিলেন অভিনেত্রী দেবাদৃতা বসু

দেবাদৃতা বসু, বর্তমান সময়ের টেলিভিশনের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। জি বাংলা, স্টার জলসার মতন জনপ্রিয় চ্যানেলে একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। বর্তমানে দেবাদৃতাকে আমরা সান বাংলার একটি ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছি।
অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে দারুন অ্যাক্টিভ থাকেন। তার ইনস্টাগ্রাম একাউন্টে চোখ রাখলেই দেখা যায় অভিনেত্রী মাঝে মধ্যেই বিভিন্ন ভিডিও, ছবি আপলোড করতে থাকেন। সম্প্রতি অভিনেত্রী সেরকমই একটি ছবি পোস্ট করেছেন। যা দেখে নেটিজেনদের রাতের ঘুম উড়ে গিয়েছে। অভিনেত্রীকে এই রূপে দেখে প্রত্যেককেই অবাক।
অভিনেত্রীর পোস্ট করা ছবিতে রবীন্দ্রনাথ এর বিখ্যাত উপন্যাস চোখের বালির বিনোদিনীর সাজে সেজে উঠেছেন। পরনে সাদা শাড়ি, খোলা চুল এলিয়ে দিয়ে পালঙ্কের উপর বসে ছবি তুলেছেন দেবাদৃতা। অভিনেত্রী নিজে ওই ছবি পোস্ট না করলেও সুরঞ্জন নামের এক ব্যাক্তি অভিনেত্রীকে ওই ছবিতে ট্যাগ করেছেন।
২০১৭ সালে জয়ী ধারাবাহিকের হাত ধরে জি বাংলার পর্দায় কাজ শুরু করেছিলেন দেবাদৃতা। এরপর ‘আলোছায়া’ , ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এছাড়া অভিনেত্রীর বাবাও ইন্ডাস্ট্রির একজন অনেক বড় অভিনেতা। অভিনেত্রীর বাবার নাম সঞ্জয় বসু।
View this post on Instagram