বাংলা সিরিয়াল

অনস্ক্রিন ভাইয়ের বউয়ের সাথে চুটিয়ে নাচ করলেন অভিনেতা ধ্রুব সরকার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। ধারাবাহিকে আমরা চরিত্রগুলোকে যেমন দেখি পর্দার বাইরে কিন্তু তারা একেবারেই আলাদা। ধারাবাহিকের সোম এবং মিঠাই পর্দার বাইরে বেশ ভালো বন্ধু, একেবারে জমজমাট কেমিস্ট্রি। শুটিংয়ের ফাঁকে দুজনেই ইনস্টাগ্রামের রিল ভিডিওতে ধরা দেন। আর তাদের রিল ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়ে।

সোশ্যাল মিডিয়াতে দারুন অ্যাক্টিভ সোম অর্থাৎ ধ্রুব এবং মিঠাই অর্থাৎ সৌমিতৃষা। সম্প্রতি কিছুদিন আগেই জনপ্রিয় হিন্দি গানের মিউজিক এর সাথে রিল ভিডিও বানিয়েছেন সৌমিতৃষা এবং ধ্রুব। ভিডিওতে দুজনকেই ধারাবাহিকের সাজে দেখা গিয়েছে। সৌমিতৃষার পরনে ছিল লাল রঙের কোট প্যান্ট, পায়ে লাল স্টিলেটো জুতো। আর ধ্রুব পড়েছিলেন লাল ফ্লোরাল প্রিন্টের জামা এবং সাদা প্যান্ট।

ভিডিওটি ইতিমধ্যেই হাজার হাজার লাইক এবং কমেন্ট ভরে গিয়েছে। ধারাবাহিকে বর্তমানে আমরা হল্লা পার্টির সকলকে ছদ্মবেশে পায়েলের জারিজুরি ফাঁস করতে দেখতে পাচ্ছি। শ্রী যে নির্দোষ সেটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। তবে পায়েল যে আসল দোষী সেটা এখনো সামনে আসেনি। সেই এপিসোড দেখার জন্য অপেক্ষা করে আছে দর্শকেরা।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Back to top button

Ad Blocker Detected!

Refresh