বাংলা সিরিয়াল

একেবারে দুর্দশা ‘মিঠাই’ ধারাবাহিকের! TRP তে প্রথম স্থান থেকে সোজা পঞ্চম স্থানে নেমে এসেছে ধারাবাহিক, আবার বিয়ে দেখিয়ে সবাইকে হারিয়ে বাংলা সেরা হলো ধুলোকনা

ধারাবাহিকপ্রেমী দর্শকেরা প্রতি সপ্তাহের একটা বিশেষ দিন অপেক্ষা করে থাকেন, আর সেই বিশেষ দিনটি হল বৃহস্পতিবার। কারণ এই বৃহস্পতিবারই জানা যায় কোন ধারাবাহিক কোন ধারাবাহিকে টেক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। এছাড়াও দর্শকদের পছন্দের ধারাবাহিকটি টিআরপি তালিকায় কততম স্থান দখল করে নিল সেটা জানার জন্য উদগ্রীব হয়ে থাকেন দর্শকেরা। সারা সপ্তাহ ধরে দর্শকেররা যেই ধারাবাহিকে বেশি ভালোবাসা দিয়ে এসেছেন সেই ধারাবাহিক টিআরপি তালিকায় ভালো রেটিং পয়েন্ট নিয়ে প্রথম স্থান দখল করে নেয় আর এই সপ্তাহিকটি তালিকাতেও সেটা স্পষ্ট। ধারাবাহিককে যত নিত্য নতুন টুইস্ট চমক আসবে তত ধারাবাহিক দেখার প্রতি আগ্রহী হয়ে উঠবেন দর্শকেরা। আর ততই টিআরপি রেটিং বাড়বে ধারাবাহিকে।

চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা- এই সপ্তাহের বাংলা ধারাবাহিক গুলির মধ্যে সেরা ১০ এ রয়েছে

১। ধুলোকনা ৯.৩
২। গাঁটছড়া ৮.৩
৩। আলতা ফড়িং ৮.০
৪। গৌরী এলো ৭.৭
৫। মিঠাই / লক্ষ্মী কাকিমা ৭.৫
৬। মন ফাগুন ৭.২
৭। এই পথ যদি না শেষ হয় ৬.০
৮। অনুরাগের ছোঁয়া ৫.৯
৯। আয় তবে সহচরী ৫.৫
১০। খেলনা বাড়ি ৪.৮

এছাড়া পুরো টিআরপি লিস্ট একবার এক নজরে দেখে নিন-
5:00 PM : খেলাঘর (১.৬)
5:30 PM : গুড্ডি (২.৯) | দিদি No.1 S9 (৩.১)
6:00 PM : গোধূলি আলাপ (৩.৪) | পিলু (৪.৮)
6:30 PM : সাহেবের চিঠি (৪.২) [OPENING] | খেলনা বাড়ি (৫.৭)
7:00 PM : গাঁটছড়া (৮.৩) | উমা (৬.৩)
7:30 PM : আলতা ফড়িং (৮.০) | গৌরী এলো (৭.৭)
8:00 PM : ধুলোকণা (৯.৩) | মিঠাই (৭.৫)
8:30 PM : মন ফাগুন (৭.২) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৫)
9:00 PM : আয় তবে সহচরী (৫.৫) | এই পথ যদি না শেষ হয় (৬.০)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৫.৯) | লালকুঠি (৫.৩)
10:00 PM : গঙ্গারাম (৩.৮) | উড়ন তুবড়ি (৫.২)
10:30 PM : বৌমা একঘর (৩.২) | যমুনা ঢাকি (৩.১) [LAST WEEK]
11:00 PM : জয় গোপাল (১.৯) | শিশু ভোলানাথ (২.৪)

এছাড়া অন্যান্য নন ফিকশন শো গুলির TRP হলো-
রান্নাঘর (১.২)
সা রে গা মা পা (৬.৯)
দিদি No.1 [SUN] (৬.২)
Ismart Jodi (৪.৩)
রথযাত্রায় জলসা (২.৯)

সুতরাং টিআরপি তালিকা দেখিয়ে বোঝা যাচ্ছে কে কততম স্থানে জায়গা দখল করে নিয়েছেন। ইদানিংকালে ধুলোকণার ধারাবাহিকের ধামাকাদার পর্বের কারণে ধূলোকণা প্রথম স্থানে পৌঁছে গিয়েছে। লালন এবং ফুলঝুরির বিয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে নিয়েছে ধারাবাহিক কর্তৃপক্ষ। আর অন্যদিকে মিঠাই ধারাবাহিক যে কিনা ৪৭ সপ্তাহ ধরে পিআরপি তালিকার প্রথম স্থান দখল করেছিল সেই ধারাবাহিক এক ধাক্কায় পৌঁছে গিয়েছে টিআরপিতে লেখার পঞ্চম স্থানে। আর এই দৃশ্য দেখে মিঠাই ভক্তরা বেজায় ভেঙে পড়েছেন। গত কয়েক মাস ধরে মিঠাই ধারাবাহিক একেবারে জমজমাট হচ্ছে না। যার ফলে দর্শক আগ্রহ হারিয়ে ফেলেছে এই ধারাবাহিক দেখার প্রতি। অন্যদিকে গাঁটছড়া ধারাবাহিকও নিজের দ্বিতীয় স্থান ধরে রেখেছে।

Back to top button

Ad Blocker Detected!

Refresh