বাংলা সিরিয়াল

‘মিঠাই’য়ের উচ্ছেবাবু ওরফে আদৃত রায় কে হারিয়ে আনন্দলোক সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন ‘গাঁটছড়া’র ঋদ্ধি ওরফে অভিনেতা গৌরব

জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকটির মাধ্যমে অনুগামীদের মন জয় করে নিতে সক্ষম হয়েছিলেন টলিউড অভিনেতা আদৃত রায়। এর আগে বড় পর্দায় অভিনয় করলেও ছোটপর্দার এই ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন তিনি। ফলস্বরূপ প্রচুর প্রশংসার পাশাপাশি মিলেছে দারুন জনপ্রিয়তা। তবে তা সত্ত্বেও এবার ২০২২ আনন্দলোক পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতার খেতাব জিততে ব্যর্থ হলেন আদৃত।

বদলে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’র মুখ্য অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় জিতে নিলেন সেরা অভিনেতার শিরোপা। বলাই বাহুল্য গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। এদিন ‘মিঠাই’ ধারাবাহিকের অনুগামীরা জানিয়েছেন এক সময় দীর্ঘদিনের জন্য বাংলা সেরা ধারাবাহিক হয়ে উঠতে সক্ষম হয়েছিল জি বাংলার ‘মিঠাই’।

তাই সেই ধারাবাহিকের মুখ্য অভিনেতা হিসেবে আদৃত রায়ের পুরস্কার পাওয়া উচিত বলে জানিয়েছেন তারা। অপরদিকে পাল্টা মুখ খুলতে দেখা গিয়েছে ‘গাঁটছড়া’র অনুগামীদের। তারা জানিয়েছেন সম্প্রচার শুরু হওয়ার অতি কম দিনের মধ্যে টিআরপি তালিকার শীর্ষস্থান থেকে ‘মিঠাই’কে সরিয়ে দিয়ে বাংলা সেরা ধারাবাহিক হয়ে উঠতে সক্ষম হয়েছিল ‘গাঁটছড়া’। যে কারণে এই পুরস্কারের যোগ্য অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় বলেই মনে করছেন তারাম সব মিলিয়ে এই মুহূর্তে আনন্দলোক পুরস্কার ঘিরে রীতিমতো দ্বৈরথ চলছে সোশ্যাল মিডিয়ার।

Back to top button

Ad Blocker Detected!

Refresh