বড়সড় ধামাকা টিআরপি তালিকায়, ‘অনুরাগের ছোঁয়া’কে ছাপিয়ে চলে গেল ‘জগদ্ধাত্রী’

বর্তমান সময়ে দাঁড়িয়ে ধারাবাহিকে টিআরপি অনেক বড় একটি বিষয়। এটা দিয়েই নির্ভর করে সমস্ত কিছুর ব্যবসায়িক দিক। তাই যেকোনো ধারাবাহিকের ক্ষেত্রেই ব্যবসায়িক সাফল্যটা ভীষণভাবে প্রয়োজনীয় হয়ে পড়ে। প্রত্যেক সপ্তাহ তেই এই টিআরপি নিয়ে রীতিমত টক্কর চলে লিডিং চ্যানেলগুলির মধ্যে। শুধু তাই নয় ধারাবাহিকের দর্শকদের মধ্যেও বেশ ভালোই প্রতিযোগিতা থাকে।
বিশেষত স্টার জলসা এবং জি বাংলার এই লড়াই বেশ মজাদার। চলতি সপ্তাহের শুরু থেকেই টিআরপি তালিকায় প্রথম স্থানে ছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়া। এখনো পর্যন্ত এই একই ফলাফলই বেশি দেখতে পেয়েছি আমরা। তবে বেশ কয়েকবার প্রথম অর্থাৎ বঙ্গ সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছিল জগদ্ধাত্রী। এবার আবারো হলো সেই পরিবর্তন।
চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথম পাঁচটি ধারাবাহিক।
১ম – জগদ্ধাত্রী ৮.০
২য় – অনুরাগের ছোঁয়া ৭.৯
৩য় – নিম ফুলের মধু ৭.৮
৪র্থ – গৌরী এলো ৭.৫
৫ম – পঞ্চমী ৬.৪
Trending ••
মুকুট – ৩.৬
মিঠাই – ৪.৫
বাকি ধারাবাহিকগুলির টিআরপি হলো,
তোমার খোলা হাওয়া (১.৯)
গুড্ডি (২.০) | দিদি No.1 S9 (২.৪)
বালিঝড় (২.৫) [Last Week] | মিঠাই (৪.৫)
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৪.৯) | খেলনা বাড়ি (৫.৭)
গাঁটছড়া (৪.৯) | জগদ্ধাত্রী (৮.০) 👑
মেয়েবেলা (৫.৬) | গৌরী এলো (৭.৫)
বাংলা মিডিয়াম (৫.৯) | নিম ফুলের মধু (৭.৮)
পঞ্চমী (৬.৪) | রাঙা বউ (৬.২)
এক্কা দোক্কা (৫.৪) | সোহাগ জল (৫.১)
অনুরাগের ছোঁয়া (৭.৯) | মুকুট (৩.৬)
হরগৌরী পাইস হোটেল (৫.৬) | ইচ্ছে পুতুল (৩.৯)
গোধূলি আলাপ (৩.২) | মন দিতে চাই (৩.৪)
রাধাকৃষ্ণ (১.৫) | শ্রীকৃষ্ণ লীলা (২.৫)
চ্যানেলের অন্যান্য ননফেকশন শো-গুলির টিআরপি রেটিং হল,
ঘরে ঘরে জি বাংলা (১.৬)
ড্যান্স বাংলা ড্যান্স (৫.৭)
দিদি No.1 [সানডে ধামাকা] (৫.৮)
Super Singer S4 (৪.২)