বাংলা সিরিয়াল

‘স্টার জলসার দোষেই TRP তে ভুগেছে সাহেবের চিঠি, একই ফল ভোগ করতে হবে নবাব নন্দিনীকেও’! চ্যানেলের এই দোষেই নবাব নন্দিনীর টিআরপি কম হবে বলে চ্যানেলকে দুষলেন এক ভক্ত

দীর্ঘদিন ধরে স্টার জলসার একটার পর একটা নতুন ধারাবাহিক আসছে। কিন্তু যেভাবে ধারাবাহিকগুলো নতুন নতুন ধামাকাদার প্রোমো দিয়ে এন্ট্রি নিচ্ছে সেভাবে তার ওপেনিংটা অতটা ভালো হচ্ছে না। যদিও একটা দীর্ঘ সময় চলবার পর হয়তো এই ধারাবাহিক গুলোই টিআরপিতে বাজিমাত করবে, স্লটলিড করবে কিন্তু তবুও ওপেনিংটা কেন জানি না একটা নড়বড়ে হয়ে যাচ্ছে। সাম্প্রতিককালে আসা ধারাবাহিক গুলির মধ্যে স্টার জলসায় দুটি ধারাবাহিক এসেছে একটি এক্কাদোক্কা, অপরটি সাহেবের চিঠি।

আজ এক্কা দোক্কার ওপেনিং টিআরপি বেশ ভালো হলেও সাহেবের চিঠি কিন্তু ওপেনিং এ ভালো টিআরপি দিতে পারেনি। যদিও বর্তমানে সাহেবের চিঠি টিআরপি আগের থেকে বেড়েছে এবং যেভাবে গল্পের গাঁথুনি তৈরি করা হচ্ছে আশা করা যাচ্ছে আগামী দিনে এই ধারাবাহিক স্লটলিড করবে কিন্তু টিআরপিতে যতখানি আশা করা গিয়েছিল ততখানি টিআরপি ওপেনিং এ পায়নি সাহেবের চিঠি, যদিও গল্প ছিল দুর্দান্ত। কেন এমনটা হয়েছিল এ প্রসঙ্গে একজন ভক্ত কমেন্ট করেছেন তার কথা অনুযায়ী সাহেবের চিঠি যে ওপেনিং এ ভালো ফল করতে পারেনি এবং এক্কাদোক্কা ওপেনিংয়ে ভালো ফল করেছে- এটা পুরোটাই হয়েছে স্টার জলসার কিছু নেগলিজেন্সির কারণে। ঐ‌ ভক্তের আরও বক্তব্য যে সেই একই ভুল স্টার জলসা
করছে নবাব নন্দিনী ধারাবাহিকের ক্ষেত্রে, তাই সাহেবের চিঠির মতো ওপেনিং এ নবাব নন্দিনী ও ভুগবে।

ওই নেটিজেন সোশ্যাল মিডিয়ায় নিজের রাগ প্রকাশ করে লিখেছেন যে, “ নতুন সিরিয়ালের First প্রোমো on air করার কিছুদিন পর Time slot announce করে দিলে opening বেশ ভালো হয়,কারন মানুষ এক প্রোমো দেখতে দেখতে হেঁজিয়ে যায় না.Interest-টা থাকে..কিন্তু জলসা কিছু সিরিয়ালের প্রোমো নিয়ে সপ্তাহের পর সপ্তাহ হেজাতে থাকে..এক প্রোমো রোজ দেখতে দেখতে মানুষ তিতিবিরক্ত হয়ে যায় একসময়..এক প্রোমো মানুষ কতোদিন দেখবে?অনেক দেরী করে স্লট ঘোষণা করলে মানুষের interest কমে যায় অনেকটা.. যার প্রভাব opening-এ পড়ে.. এক্কাদোক্কার ক্ষেত্রে জলসা খুব তাড়াতাড়ি স্লট দিয়ে খুব ভালো করেছে..কিন্তু নন্দিনী নিয়ে যা শুরু করেছে..ওই এক প্রোমো দেখলেই এখন রাগ ধরে আমার..আর রোজ ফটো পোস্ট করে “আসছে আসছে” লিখে নাটকবাজী। Same জিনিস সাহেবের চিঠির ক্ষেত্রেও করেছিল..যার ফল পেয়েছে opening-এ। ভাই আর কত?? যেই স্লটেই দিক,কিন্তু এখনতো স্লটটা ঘোষণা করুক..স্লট ফাঁকা করতে পারেনাতো,এতো তাড়াতাড়ি প্রোমো দেয় কেন নতুন সিরিয়ালের?”

Back to top button

Ad Blocker Detected!

Refresh