কি কপাল খারাপ শিরিনের! নিজের ছেলেও এখন গুড্ডিকে মা বলছে তাকে নয়! সেই এক গল্প হয়ে চলেছে গুড্ডিতে
যবে থেকে স্টার জলসা(Star Jalsha)য় গুড্ডি(Guddi) ধারাবাহিকটি শুরু হয়েছে তবে থেকেই দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছে এটি। এক পাহাড়ি মেয়ের লড়াই করে এগিয়ে চলার গল্প গুড্ডি। যদিও মাঝে এসেছে বহু প্রতিকূলতা। কিন্তু গুড্ডি ধারাবাহিককে না ভালোবেসে দর্শক থাকতে পারেনি।
কিন্তু যতদিন এগিয়েছে তত বেশি এই ধারাবাহিক পরকীয়ার ধারাবাহিক নামে পরিচিত হয়েছে। তার পেছনে কারণ গল্পের নায়ক। অনুজ চরিত্রটি ভীষণ বিরক্তিকর দর্শকদের কাছে। কারণ সে এত বড় পুলিশ অফিসার হয়েও নিজের সিদ্ধান্ত নেওয়ার বিন্দুমাত্র ক্ষমতা নেই। কখনো শিরিন কখনো গুড্ডিকে ভালোবেসেছে সে। নিজের বিয়ে হয়ে যাবার পরেও গুড্ডি পেছনে ঘুরঘুর করতে দেখা গেছে অনুজকে। সে দিক থেকে বলা যায় শিরিনের কপাল শুরুর থেকেই খারাপ।
তবে এবার অনুজ নয় শিরিনের নিজের ছেলে নিজের মাকে ছেড়ে গুড্ডিকে মা বলে ডাকছে। আর তাতে আবার ক্ষেপে উঠেছে শিরিন। ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যেতে চলেছে শিরিন আবার দোষারোপ করছে গুড্ডিকে। কারণ তার ছেলে সবার সামনে গুড্ডিকে মা বলে ডেকেছে। আর এই কথার একবারের জন্য প্রতিবাদ করেনি অনুজ। বা দাঁড়িয়ে থাকা কেউই।
আর এই দোষারোপ দেখতে দেখতে দর্শক বেশ বিরক্ত হয়ে উঠেছে। এর আগেও ধারাবাহিক বন্ধের দাবি উঠেছে একাধিকবার। কিন্তু একঘেয়ে গল্প গাডারের মতো টেনেই চলেছেন লেখিকা। জানিয়ে বারবার বিরক্তি প্রকাশ করছেন দর্শক। এখন দেখার আগামী দিনে গল্প কোন দিকে বয়।
View this post on Instagram