মিতুলের শাসন একটু বেশি ভুল হচ্ছে! গুগলিকে এত জবাবদিহি না করে ভালোবাসায় শুধরানো উচিত! ১৮ বছর পর মিতুলমায়ের খুঁত ধরছেন দর্শক!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক হলো খেলনা বাড়ি। এই ধারাবাহিকে প্রথমদিকে দেখা গিয়েছে যে, একটা ছোট্ট শিশু গুগলিকে কুড়িয়ে পেয়েছিলো মিতুল,তারপর থেকে সে গুগলিকে সন্তান স্নেহে বড় করে। এর বেশ কয়েক বছর পর ইন্দ্রজিৎ লাহিড়ীর সাথে বিয়ে হয় মিতুলের, তারপর ঘটনাচক্রে জানা যায় যে ইন্দ্রজিৎ লাহিড়ীর আগের পক্ষে নেই সোহাগই হলো গুগলি। অর্থাৎ সম্পর্ক সূত্রে সে হচ্ছে সতীনের মেয়ে, কিন্তু প্রথম থেকেই সে গুগলিকে নিজের মেয়ে মতোই ভালোবাসে। তবে মিতুলের যখন প্রথম সন্তান হয় আদর, তখন গুগলি আদর কে কোলে নিতে যায় আর মিতুল রিয়াক্ট করে যাতে আদরের কোন ক্ষতি না হয়ে যায়। এই সময় থেকেই গুগলি চরিত্রের মধ্যে পরিবর্তন আসতে শুরু করে।
এরপর দেখা যায় যে আদর কে কিডন্যাপ করছে অনামিকা,আদরকে সে অনাথ ছেলের জীবন দিয়ে দিচ্ছে। এরপর ধারাবাহিক লিপ নেয় ১৮ বছরের। দীর্ঘ সময় পেরিয়ে খেলনা বাড়ি যখন শুরু হয়, তখন দেখা যায় গুগলি পুরোপুরি নেগেটিভ হয়ে গেছে। সে তার মিতুল মাকে একেবারেই সহ্য করতে পারছে না এবং সে সকলের সাথে খারাপ ব্যবহার করছে। এই জায়গায় দাঁড়িয়ে একজন দর্শক মনে করছেন যে, মিতুল যে কাজটা করছে সেটা ঠিক নয়, মিতুল একটু অতিরিক্ত পরিমাণে শাসন করে ফেলছে গুগলির ওপর, গুগলিকে একটু ভালোবাসা এবং আদর যত্ন দিয়ে তার মান অভিমান গুলো ভাঙানো উচিত।
সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“মিতুলের শাসন গুলা এইবার একটু বেশি ভুল হচ্ছে,,,,,, ভালোবাসায় শাসন না করে রাগের শাসনে সন্তান ভুল পথে চলে তার উদাহরণ গুগলি,,,,,, গুগলি গাড়ি থেকে নামার পর মিতুরের উচিত ছিলো ওকে দোঁড়ে গিয়ে জড়িয়ে ধরা (গুগলির জন্য যে মিতুল চিন্তা করে সেটা তাহলে সেই বুঝতে পারতো) কিন্তু এই ভাবে গুগলি কে জবাবদিহি করা টা ঠিক হয়নি এই বিষয়ে পরে কথা বলতে পারতো,,,,, গুগলি যখন ছোট ছিলো ও তো আর জানেনা কিভাবে বাচ্চা কিভাবে কোলে নেই তখন ও মিতুল ওকে বুঝিয়ে বলতে পারতো এইভাবে রিয়েক্ট না করে (ছোট বাচ্চা র মনে সেই প্রভাব ও রয়ে গেলো) তার পর ফোন চাওয়া তে এটাও পরে আদর করে বুঝিয়ে বলা যেতো,,,, জানি মিতুল ওকে অনেক ভালোবাসে কিন্তু মানুষ তো খারাপ মুহূর্ত গুলা বেশি মনে রাখে তাই না,,,,,,আর মিতুল গুগলি সম্পর্ক
বন্ধুর মতো ছিলো এই ভাবে গুগলি কে মিতুলের বিরুদ্ধে নেওয়া ৩য় ব্যক্তি ভালোলাগলো না,,,,, তাও আবার যাকে গুগলি কখনো পছন্দ করতো না,,,, গুগলি চরিত্র টা যথেষ্ট বুদ্ধিমতী ছিলো,,,,,,
দেখি পরে কি হয় কিন্তু গুগলি আর গুগলির এই মাসী দরদী টা মানতে পারছি না,,,,
##খেলনাবাড়ি”