‘খেলনা বাড়ি শেষ হলো! মিতুল চরিত্রটা মনে গেঁথে থাকবে’খেলনা বাড়ি দেখে বলছেন দর্শক!
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ছিলো ‘খেলনা বাড়ি’। এই ধারাবাহিকে মিতুল আর ইন্দ্র চরিত্রের রসায়ন দর্শকদের অনেক পছন্দের ছিলো, যদিও এই ধারাবাহিক নিয়ে কিছু কম ট্রোলিং হয় নি, এই ধারাবাহিকে শুরু থেকে মিতুলের একাধিক বার প্রাণ সংশয়, গুগলির প্রাণ সংশয়, আদরের প্রাণ সংশয় দেখানো হয়েছে-যা দেখার পর দর্শক বলেছেন এই প্রাণ সংশয়ের এপিসোড দেখিয়ে দেখিয়েই খেলনা বাড়ি স্লট ধরে রাখে!
সবশেষেও এই ধারাবাহিকে গুগলির প্রাণ সংশয় দেখানো হয়েছে,গুগলির বিয়ে দেওয়ার পর থেকে তার সাথে একটার পর একটা দুর্ঘটনা ঘটতে থাকে, কীভাবে এই সবকিছু ঘটছে এইসব ঘটনার পিছনে কে আছে তা ভাবতে থাকে মিতুল!
সবশেষে মিতুল জানতে পারে গুগলি শাশুড়ি মনোরমাই গুগলের সিঁদুরে বিষ মিশিয়ে ছিল এবং সেই সিঁদুর পরার পরেই গুগলি অসুস্থ হয়ে যেত, সবকিছু জানবার পরে মনোরমাই শেষবারের মতন একবার আঘাত দিতে চেষ্টা করেছিল কিন্তু পারেনি। আবার ও জিতে গেছে মিতুল পাল।
রপর এই ধারাবাহিক শেষ হলো, এই ধারাবাহিকের শেষে দেখা যাচ্ছে যে, মিতুল, ইন্দ্র আর আদরের সাথে বিদেশে চলে যাচ্ছে নিজের স্বপ্ন পূরণের জন্য।
সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“
মন টা খুবই খারাপ হয়ে গেল আজকে।
আরও পড়ুন : এই প্রথম কোন নাটকের প্রোমো দেখলাম;যেখানে নায়ক নায়িকা দুজনেই ফানি! কথা নিয়ে বলছেন দর্শক!
মিতুলের খেলনা বাড়ি অবশেষে আজ বাড়িতে পরিণত হলো।
অনেক স্মৃতি থেকে যাবে খেলনা বাড়ির সাথে। মিতুল চরিত্র টা মনে গেঁথে থাকবে। ওর মত Strong, mature female lead খুব কমই আছে।
আর মনে পড়বে অলকা, গুগলি, কলি দিদি, অর্ক, শুভ ইন্দ্র, শিবা, পিসিমণি সবাইকে
খুব সুন্দর একটি পরিবার, শেষ পর্বে মিতুল বিদেশ চলে গেল সবাইকে ছেড়ে নিজের স্বপ্ন পূরণের জন্য।
মনে হচ্ছিল যেন আমাদের সবাইকে ছেড়ে মিতুল চলে যাচ্ছে। খুব খুব খুব মিস করব খেলনা বাড়ি
এই সিরিয়াল টি ভুলার মত না। জি বাংলা কে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ধারাবাহিক উপহার দেওয়ার জন্য।
শেষে একটা কথাই বলব। আর হয়ত কোনোদিন এই লাইন টি শোনা হবে না,
“মিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি” ”