‘অনুজের মতো দু মুখো আচরণ করছে না গুড্ডি! মিলন তিথির মত যুধাজিৎ নায়ক হলেই বেশ হয়’, সোশ্যাল মিডিয়ায় লিখলেন নেটিজেনরা!
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে, বর্তমানে শিরিন গুড্ডির উপর একটা মারাত্মক অভিযোগ এনেছেন,শিরিন বলেছে যে,গুড্ডি নাকি তাকে প্রাণে মারবার চেষ্টা করেছে। এই অভিযোগ আনবার পর অনুজ-গুড্ডিকে অবিশ্বাস করতে শুরু করেছে আর যুধাজিৎ গুড্ডিকে বিশ্বাস করছে। যুধাজিৎ অনুজ সহ বাড়ির সবাই চাইছে যে, এই ঘটনাটার একটা পূর্ণাঙ্গ তদন্ত হোক আর কে আসল দোষী তা জানা যাক!
পুলিশি তদন্তের জন্য ইতিমধ্যেই গুড্ডির হাতের ছাপ নিয়ে যাওয়া হয়েছে। এইবার ফলাফল আসার অপেক্ষা, সেই সময় যুধাজিৎ,গুড্ডিরা সিদ্ধান্ত নেয় এই বাড়ি থেকে চলে যাবে। তখন অনুজ গুড্ডিকে একা দাঁড় করিয়ে কিছু কথা বলে, এই সময় গুড্ডি বারংবার বলে যে, যুধাজিত আর তার মধ্যেখানে যেন অনুজ আসার চেষ্টা না করে!- এই সময় সে বারংবার বলে তাদেরকে যেন কোনভাবেই ডিস্টার্ব না করে এবং তাদেরকে যেন অনুজ সুখে সংসার করতে দেয়। গুড্ডি এর এই কথোপকথন এবং বক্তব্যের মধ্যে দৃঢ়তা দেখে বেশ খুশি হয়ে যাচ্ছেন দর্শকরা কারণ দর্শকরাও চাইছেন যে, গুড্ডির সাথে যুধাজিৎ এর মিল হোক, যেমনটা হয়েছিল এক সময় কার জনপ্রিয় ধারাবাহিক মিলন তিথিতে।
সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন গুড্ডি র বক্তব্য সম্পর্কে লিখেছেন যে,“
যুধাজিৎকে আমার থেকে সরানোর ক্ষমতা আপনার নেই
এতোটাই ভরসা ওর প্রতি আমার আছে
যুধাজিৎকে আমার জীবনে পেয়ে আমি খুব খুশি খুব ভালো আছি
আমরা একসাথে সুখে আছি ভালো আছি আমাদের সংসার ভাঙ্গার চেষ্টা করবেন না আমাদের disturb করবেন না
বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে গুড্ডি অনুজকে এই কথা গুলো বললো
তবে
গুড্ডির মনের জোর দেখে বা কথার তীব্রতা দেখে মনে হচ্ছে সত্যি বলছে
যুধাজিৎ এর সাথে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছে গুড্ডি
সেটা সত্যিই ভালো লাগছে যুধাজিৎ ফুলশয্যার রাতে নিজের মনের কথা গুলো, ভালো লাগা খারাপ লাগা গুলো গুড্ডিকে মন খুলে বলার পর থেকেই এই সমস্ত পরিবর্তন এসেছে গুড্ডির মধ্যে
আর সবচেয়ে ভালো লাগছে যে এই পরিবর্তনটা এমন না, যে সবার সামনে এক কথা, আচরণ করছে আর আড়ালে লুকিয়ে আরেক কথা ভাবছে গুড্ডি তা না
অন্তত অনুজের মতো দুমুখী আচরণ করছে না গুড্ডি যুধাজিৎ এর সাথে
দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ”