‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের কারণে বন্ধ হচ্ছে ‘গোধূলি আলাপ’ ধারাবাহিক, ক্ষুব্ধ দর্শকদের একাংশ

দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই ধারাবাহিক জগতে একের পর এক নতুন ধারাবাহিক নিয়ে হাজির হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। দর্শকদের ভিন্ন স্বাদের ধারাবাহিকের প্রতি বরাবরই আকর্ষণ বেশি। একঘেয়ে ধারাবাহিক কেউই পছন্দ করেন না তাই ধারাবাহিক এক বছর যেতে না যেতেই সেই ধারাবাহিকের টিআরপি রেটিং কম হতে শুরু করে। প্রত্যেকেই নতুন ধারাবাহিকের দিকে আকৃষ্ট হতে থাকেন।
তাই যাতে ধারাবাহিক গুলির উপর দর্শকদের আগ্রহ হারিয়ে না যায় তাই বছর ঘুরতে না ঘুরতেই নতুন ধারাবাহিক নিয়ে হাজির হয় প্রতিটি চ্যানেল। সেরকমই স্টার জলসার পর্দার একটি ধারাবাহিক হরগৌরী পাইস হোটেল। এই ধারাবাহিকে শংকর এবং ঐশানির গল্প তুলে ধরা হয়েছে। ধারাবাহিকে শংকরের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রাহুল মজুমদার ও ঐশানীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়।
সম্প্রতি ধারাবাহিকের একটি নতুন প্রমো ভিডিও সকলের সামনে এসেছে। যা দেখে রেগে গিয়েছেন দর্শক। প্রমো ভিডিওতে দেখা যাচ্ছে শঙ্করের মা তার আবারো বিয়ে দিচ্ছে। আর ঐশাণীর এই বিয়েতে মন আছে। সে চায় শঙ্কর ভালো থাকুক। আর এই বিশেষ পর্বের কারণে পর পর দুদিন এই ধারাবাহিকের এক ঘণ্টার মহাপর্ব দেখানো হবে।
আর এই কারণেই রেগে গিয়েছে দর্শকদের একাংশ। কারণ এই ধারাবাহিকের জন্য গোধূলি আলাপ দেখানো হবে না। আর তাতেই ক্ষেপেছে দর্শক।