বাংলা সিরিয়াল

পারলো না সৌমিত্রিশা! ন্যাকা ন্যাকা করে কথা বলেই গৌরী এলো হলো বেঙ্গল টপার, গাঁটছড়া,আলতা ফড়িং এর টি আর পি চমকে দেওয়ার মতো!

যে কোনো ধারাবাহিকের ক্ষেত্রে টি আর পি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন ধারাবাহিক কতকাল দীর্ঘস্থায়ী হবে,কতদিন টিকবে সে ক্ষেত্রে টি আর পি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সপ্তাহের টি আর পি তো রীতিমতো চমকপ্রদ। ৫৬ বারের বেঙ্গল টপার মিঠাই ধারাবাহিককে সরিয়ে বেঙ্গল টপার হয়েছে ‘গৌরী এলো’। অন্যদিকে স্টার জলসায় নতুন আসা ধারাবাহিক মাধবীলতা প্রথম সপ্তাহেই বেশ ভালো ফলাফল করেছে।

বহুদিন পর লালনের নিখোঁজ হওয়ার সপ্তাহে আবার টিআরপি বেড়েছে ধুলোকানার আর শেষের সপ্তাহে উমার ও টিআরপি বেড়েছে। আগের সপ্তাহে উড়ন তুবড়িকে হারিয়ে স্লট পেয়েছিল গোধূলি আলাপ, এইবার দেখা গেল পুরোটা বুমেরাং এর মতো ঘুরে গেলো, মাত্র অল্প কিছু পয়েন্টের জন্য স্লট হাতছাড়া হলো গোধূলি আলাপের। ‌ স্টার জলসার মধ্যে গাঁটছড়া আর আলতাফড়িং এর টিআরপি বেশ ভালো অন্যদিকে ডিজাস্টারের প্রোমো দেখিয়েও লক্ষ্মী কাকিমা টপ ফাইভের মধ্যে রয়ে গেল, অন্যদিকে শেষের ঘন্টা বেজে উঠলেও এখনো স্লট ধরে রেখেছে আয় তবে সহচরী। সব মিলিয়ে এই সপ্তাহের টিআরপি রীতিমতো চমকে দেওয়ার মত।

চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের বাংলার সেরা ৫ ধারাবাহিক –
১ম। গৌরী এলো (৮.২) – বঙ্গ সেরা
২য় । মিঠাই (৮.১)
৩য় ।গাঁটছড়া (৭.৮)
৪র্থ । আলতা ফড়িং (৭.৭)
৫ম। লক্ষ্মী কাকিমা (৭.৩)
মাধবীলতা- (6.2)-প্রথম সপ্তাহ

পুরো টিআরপি লিস্ট –
5:00 PM : খেলাঘর (১.৬)
5:30 PM : গুড্ডি (৩.৮) | দিদি No.1 S9 (৩.০)
6:00 PM : নবাব নন্দিনী (৪.০) | পিলু (৪.৬)
6:30 PM : সাহেবের চিঠি (৫.৩) | খেলনা বাড়ি (৫.৯)
7:00 PM : গাঁটছড়া (৭.৮) | উমা (৬.৭)(শেষ সপ্তাহ)
7:30 PM : আলতা ফড়িং (৭.৭) | গৌরী এলো (৮.২)
8:00 PM : ধুলোকণা (৭.২) | মিঠাই (৮.১)
8:30 PM : মাধবীলতা (৬.২) (প্রথম সপ্তাহ)| লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৩)
9:00 PM : এক্কা দোক্কা (৫.৩) | এই পথ যদি না শেষ হয় (৫.৬)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.৩) | লালকুঠি (৪.৭)
10:00 PM : আয় তবে সহচরী (৪.৪) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৪.৩)
10:30 PM : গোধূলি আলাপ (৩.৩) | উড়ন তুবড়ি (৩.৪)
11:00 PM : সাহেবের চিঠি (১.৬) [Repeat] | শিশু ভোলানাথ (২.৩)

নন ফিকশন শো-
রান্নাঘর (১.৩)
সা রে গা মা পা (৬.৩)
দিদি No.1 (সানডে ধামাকা) (৬.৫)
Dance Dance Junior (৪.৫)

Back to top button

Ad Blocker Detected!

Refresh