প্রেম করছেন করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী সৌমি! নতুন বছরেই নিজের মনের মানুষের সঙ্গে দর্শকদের আলাপ করিয়ে দিলেন রানী রাসমণি ধারাবাহিকের কমলা
আমরা সকলেই ধারাবাহিকের আমাদের পছন্দের চরিত্রের বাস্তব জীবন সম্পর্কে আগ্রহী হয়ে থাকি। তারা বাস্তবে কোথায় থাকেন, তাদের আসল নাম, তাদের জন্ম তারিখ সমস্ত কিছু নিয়ে আমাদের মাথা ব্যথা থাকে। সেরকমই জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রানী রাসমনির কমলাকে আমরা সকলেই চিনি। কমলার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমি চক্রবর্তী। এবারে সৌমি নিজের বাস্তব জীবনের জীবনসঙ্গীর পরিচয় দিল সকলকে। ধারাবাহিকে কাজ করার পাশাপাশি চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী তাই প্রকাশ্যে আনলেন তিনি।
নতুন ধারাবাহিক পিলু তে নতুন লুকে দেখা যাবে সৌমিকে। সৌমি প্রথমবার নিজের মনের মানুষের কথা জানান ২০২১ সালের ডিসেম্বর মাসে। কিন্তু তখনও তার মনের মানুষের কোন ছবি প্রকাশ্যে আনেননি তিনি। তবে এবারে বছরের শুরুতেই নিজের পছন্দের মানুষকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সামনে নিয়ে আসলেন সৌমি। ছবি এবং ভিডিওতে দেখতে পেলেও তার পরিচয় এখনও সামনাসামনি আনতে চাননি সৌমি।
View this post on Instagram
এর আগেও বহু ধারাবাহিকে কাজ করেছেন অভিনেত্রী। তবে রানী রাসমনির কমলা চরিত্রের মাধ্যমে দর্শকের আরো কাছাকাছি পৌঁছে গিয়েছে সৌমি। এরপর আবার নতুন ধারাবাহিক পিলু তে রাইমার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌমিকে। সেখানে অন্য লুকে দেখা যাবে অভিনেত্রীকে। নিজের লম্বা চুল কেটে ছোট করে নতুন স্টাইলে ধরা দিয়েছেন তিনি। সুতরাং বোঝাই যাচ্ছে অভিনেত্রী সৌমির নতুন বছর একেবারে জমজমাট প্রেম-ভালোবাসা কাজ সমস্ত কিছু একেবারে সেট।
View this post on Instagram