কাটআউটে উপরের দিকে জ্বলজ্বল করছে অমিত শাহর ছবি। তার ঠিক নীচেই রবীন্দ্রনাথের ছবি! আর এই কাটআউট ঘিরেই তুমুল বিতর্ক। বঙ্গ সংস্কৃতির অপমান বলে বিজেপিকে তোপ তৃণমূলের। পাল্টা জবাব গেরুয়া শিবিরের।
বিতর্কিত কাটআউট ঘিরে বিশ্বকবির স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে শোরগোল শুরু হতেই ড্যামেজ কন্ট্রোলে মরিয়া বিজেপি। বোলপুরের সাংসদ অনুপম হাজরা বলেন, এরমকম হোর্ডিং বিজেপি লাগায়নি, এসব তৃণমূলের ষড়যন্ত্র, বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য করা হয়েছে।