ভাইরাল

মাছ ধরতে গিয়ে জেলেদের জালে আটকা পড়লো বিরল প্রজাতির সোনালী কচ্ছপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

হাতে স্মার্ট ফোন থাকলে আর সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকলে এখন প্রায়দিনই বিভিন্ন রকমের আশ্চর্য ঘটনা আমরা জানতে পারি। এবারে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে উঠে এলো সোনালী রঙের একটি কচ্ছপ। বিরল প্রজাতির এই কচ্ছপ এখন মানুষ এর ফোনে ফোনে ঘুরছে।

এই ঘটনাটি ঘটেছে খেজুরি এলাকার তালপাড়ি খালে। বৃষ্টির পরে খালে মাছ ধরতে গিয়েছিলেন এক জেলে। মাছ ধরতে গিয়ে হঠাৎই জালে উঠে এলো সোনালী রঙের কচ্ছপটি। এই দৃশ্য দেখে চক্ষু চড়ক গাছ সেই জেলের। পাড়া প্রতিবেশী কে ডেকে এনে কচ্ছপটি দেখান। তারপর সেখান থেকেই লোকের ফোনে ফোনে ঘুরছে এই বিরল প্রজাতির কচ্ছপ। সব শেষে কচ্ছপটি কে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়।

বিরল জীব জন্তুদের দেখার জন্য আগে আমাদের টেলিভিশনের ডিসকভারি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল ইত্যাদির উপর ভরসা করে থাকতে হতো কিন্তু ইন্টারনেটের যুগে তা এখন সকলের মুঠো ফোনেই ঘুরছে। অন্য বিরল প্রজাতির প্রাণী দেখতে পেলে সবার আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তার খোঁজ পাই।

Back to top button

Ad Blocker Detected!

Refresh