Storyবলিউড

“প্রযোজকের দরজায় দরজায় ঘুরেও কাজ পাইনি”, পরপর কিছু ছবি ফ্লপ হতেই ‘অপয়া অভিনেতা’র তকমা জুটেছিল আমির খানের ভাই ফইজলের কপালে!

বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন আমির খান। আমির খানের অভিনয় দক্ষতা যেমন দর্শকের মন ছুঁয়েছে ঠিক তেমনই প্রশংসিত হয়েছে আমির খানের নানা কাজকর্ম ও। সম্প্রতি আমির খান এবং কিরণ রাও যাদের বলিউডের আদর্শ জুটি মানা হতো তারাই ঘোষণা করলেন বিচ্ছেদের কথা। তবে আমির খান সব বিষয়ে এত আলোচিত হলেও আমির খানের ভাইয়ের জীবনটা একদমই অন্যরকম।

দাদা আমির খান বলিউডের প্রথম সারির অভিনেতা অথচ ভাই নাকি ইন্ডাস্ট্রির জন্য অপয়া! সম্প্রতি আমির খানের ভাই ফইজল এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন। অভিনেতার ভাইয়ের বক্তব্য, “আমার ডেবিউ ছবি ‘মদহোস’ বক্স অফিসে খুব একটা ভালো কিছু করতে পারেনি। তারপরে ‘মেলা’-র মতো এত বড় বাজেটের ছবিও মুখ থুবড়ে পড়ল। খুব স্বাভাবিকভাবেই অভিনেতা হিসেবে আমার বাজার দর একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল।

তবুও বহু দিন বড়-মাঝারি নানান প্রযোজকদের অফিসে ঘুরেছি কাজ পাওয়ার জন্য। তবু একটাও ছবির প্রস্তাব পাইনি। ৬ মাস এরকম চলার পর বুঝেছিলাম কোনও বড় প্রযোজক সংস্থার ছবিতে কাজ পাব না। তাই ছোট বাজেটের ছবিতে কাজ শুরু করলাম। কিছু বাজারে চলেছিল, বাকি ছবির শুটিং শুরু হওয়ার পরেও তা বন্ধ হয়ে গেছিল। ইন্ডাস্ট্রিতে এই খবর ছড়িয়ে পড়তে দেশি দিন লাগল না।

সবাই ধরেই নিল আমি অপয়া। সুতরাং একেবারেই কাজ পাওয়া বন্ধ হয়ে গেছিল। এরপরে ‘আঁধি’ নাম ছোটপর্দার একটি ধারাবাহিকেও অভিনয় করেছিলাম। যদিও তারপর আর পর্দায় মুখ দেখায়নি। স্বেচ্ছায় অভিনয় থেকে অবসর নিয়েছিলাম”।

তবে জীবন অভিনেতার ভাইয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও হাল ছেড়ে দেননি তিনি। সম্প্রতি শোনা গেছে ফের একবার পর্দায় ফিরতে চলেছেন তিনি। পর্দায় ফ্যাক্টরি ছবিতে অভিনয় করতে দেখা যাবে আমির খানের ভাই ফইজলকে। সেই ছবিতে অভিনয় করার পাশাপাশি তিনি আপাতত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন।

Back to top button