কেন বিধায়ক ছাড়াই করা হল বৈঠক, সে বিষয়ে যদিও সুর চড়ান বৈশালীর অনুগামীরা। আর তা নিয়ে অশান্তির জেরে পিকের টিমের সামনেই তৃণমূলের একাংশের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন তাঁরা।
এরপরই দু’পক্ষের কথা কাটাকাটি শুরু হয়। হাতাহাতিতেও জড়িয়ে পড়ে দু’পক্ষ।
তিনি বলেন, পিকের টিমের এই ভূমিকায় আমি সত্যিই অবাক। এই টিমটা দলের ভাল চায় নাকি বিভাজন চাইছে তা বুঝতেই পারছি না।