শুক্রবার “চায়ে পে চর্চা” অনুষ্ঠানে অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ অনুষ্ঠানটি হয় এগরাতে৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি বাড়াচ্ছে তাদের শক্তি৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা করছে সভা৷ বারংবার হুশিয়ারি আসছে যে তারাই ২০২১—এর নির্বাচনে বাংলায় সরকার গড়বে৷ এদিন এগরার সভায় দিলীপ ঘোষ দাবী করেন যে এগরার মানুষ এখন বিজেপির পাশে ,আগামী নির্বাচনেও এগরার মানুষের হাত বিজেপির মাথাতেই থাকবে৷
এমনকি এও বলেন যে “মান ছাড়া মেদিনীপুরের লোক থাকে না”৷ এছাড়াও গোটা বাংলার মানুষের উৎসাহ বাড়ছে বিজেপিকে নিয়ে৷ এদিন বিজেপিতে যোগ দেন এগরার পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান বিশ্বজ্যোতি মাইতি সহ শতাধিক কর্মী৷
দিলীপবাবুর দাবী, করোনা তাকে কাবু করতে পারেনি৷ তৃণমূলও পারবে না৷ লোকসভা নির্বাচনেও বিজেপির আসনসংখ্যা বৃদ্ধি ছিল উল্লেখযোগ্য ৷ ফলে বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় সরকার গড়তে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷ এদিন এগরার সভা থেকে দিলীপ ঘোষ বলেন, একাধিক দুর্নীতির বিরুদ্ধে বিজেপি অভিযান চালাচ্ছে, প্রতিটা মানুষের ঘরে ঘরে যাবে বিজেপি৷ সাথে স্বাস্থ্যকর্মী ,ব্যাঙ্ক—পরিবহণ কর্মীরাও করোনার এই খারাপ পরিস্থিতিতেও বিজেপির সাথে কাজ করছে বলেও দাবী করেন বিজেপি নেতা৷
দিন কয়েক আগেও এগরা ১নং ব্লকের এগরা পুরসভার ৭নং ওয়ার্ডের ডোমপাড়া এলাকায় কয়েকটি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়৷ এরপর শনিবার দিলীপবাবু এলাকা পরিদর্শনে যান এবং সেখানকার মানুষদের বলেন যে তারা যদি ক্ষমতায় থাকত তবে তারা সব ঠিক করে দিত৷ এমনকি তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন৷ এগরায় পুড়ে যাওয়া বস্তির মানুষদের উদ্দেশ্যে বলেন,বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন,তাদেরও বাসস্থান দরকার৷ বিজেপি সরকারে থাকলে তাদের জমি দিত৷ বিজেপি কাউকে ভয় পায় না বলেও হুংকার দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷
পাশাপাশি এও বলেন যে মানুষ বদল চাইছে এখন আর তার ফলাফল দেখা যাবে আসন্ন নির্বাচনেই৷ পুলিশ, গুণ্ডা দিয়ে ভয় দেখানো যাবে না বিজেপিকে৷ মানুষ বিজেপিকে চাইছে,স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত সরকার মানুষ আর চাইছে না বলেঐ দাবী তার৷