টুইটে ধনখড় লিখেছেন, “এঘটনা অত্যন্ত উদ্বেগজনক। নৈরাজ্য ও আইন-শৃঙ্খলার অবনতি। পশ্চিমবঙ্গ পুলিসের আচরণ রাজনৈতিক পুলিসের মত। তাদের সামনেই বিজেপি সভাপতির কনভয়ে হামলা চালিয়েছে শাসকদলের দুষ্কৃতীরা।”
পাশাপাশি তিনি আরও লিখেছেন, এদিন সকালেই তিনি মুখ্যসচিব ও ডিজিপিকে সতর্ক করেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। যার উত্তরে মুখ্যসচিব জানিয়েছিলেন যে, সবাইকে সতর্ক করা হয়েছে। এলাকা ‘স্যানিটাইজ’ করা হয়েছে। কিন্তু তারপরেও এঘটনা আইন-শৃঙ্খলার পতনেরই প্রমাণ।
Indicated to CS @MamataOfficial at 9.05 am.
“Am sure they have immunity and protection of political police with administration extension of political outfit.
As constitutional head I share my shame with you as it is on account of your acts of omission and commission.”— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 10, 2020