বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয় হামলা একেবারেই ভাল ভাবে নিচ্ছে না কেন্দ্রীয় সরকার।
তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, রাজ্যে যেকোনও মিটিং-মিছিলে এখন কুখ্যাত অপরাধীদের সঙ্গে রাখছে বিজেপি নেতৃত্ব। আর সেইসব দুষ্কৃতীদের কাছে থাকছে বেআইনি অস্ত্র। কারা বৃহস্পতিবারের হামলা চালিয়েছে তা নিয়ে তদন্ত করছে পুলিশ।
তৃণমূল নেতৃত্বের দাবি, পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী শিরাকোলের পর তেমন কোনও অবরোধের মুখেই পড়তে হয়নি বিজেপি নেতৃত্বকে।
উল্টে কনভয়ে যে পরিমাণ গাড়ি থাকার কথা তার চেয়ে অনেক বেশি গাড়ির ভিড় লক্ষ্য করা গেছিল। এমনকি নাড্ডার জেড প্লাস নিরাপত্তার ক্যাটাগরিতে সিআরপিএফ জওয়ানরা ছাড়াও রাজ্য পুলিশও হাজির ছিল। তাই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতির কনভয়ে ইটবৃষ্টির ঘটনা বিডেপির নিজস্ব পরিকল্পনা বলেই ইঙ্গিত করতে চাইছে তৃণমূল নেতৃত্ব।